চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও বলেছেন, চীন ও দক্ষিণ কোরিয়া দুদেশের সার্বিক সহযোগিতামূলক অংশীদারী সর্ম্পকের আরো প্রসারে একমত হয়েছে ।
১০ই ডিসেম্বর পেইচিংয়ে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হান ডাক সোর সঙ্গে সাক্ষাত্কালে তিনি এ কথা বলেন ।
তিনি আরো জানান , দুটি দেশ অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুসারে পরিবেশ রক্ষা ও জ্বালানী ক্ষেত্রের সহযোগিতা বাড়াবে এবং পরস্পর পুঁজি বিনিয়োগ করে সহযোগিতার গুণগত মান ও কার্যকারীতা বাড়ানোর চেষ্টা করবে ।
কোরিয় উপদ্বীপের পরিস্থিতি সম্পর্কে ওয়েন চিয়া পাও বলেন , চীন বরাবরই সংলাপের মাধ্যমে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক উন্নয়নের পক্ষপাতী । চীন আশা করে কোরিয় উপদ্বীপের পরমাণু সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠকের বিভিন্ন পক্ষ নিষ্ঠার সঙ্গে দ্বিতীয় পর্যায়ের কর্মতত্পরতা সম্পন্ন করবে ।
হান ডাক সো বলেন , দক্ষিণ কোরিয়া চীনের সঙ্গে বাণিজ্য , পুঁজি বিনিয়োগ, পরিবেশ সংরক্ষণ ও যুবসমাজের বিনিময় ক্ষেত্রে সহযোগিতা বাড়াবে । ছ'পক্ষীয় বৈঠকের চেয়ারম্যান দেশ হিসেবে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার তিনি গভীর মূল্যায়ন করেন ।
|