১৮তম চীন-মার্কিন যৌথ বাণিজ্য কমিশন ১১ ডিসেম্বর পেইচিং-এ অনুষ্ঠিত হবে। দু'পক্ষ চীন-মার্কিন আর্থ-বাণিজ্যিক সম্পর্ক এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে গভীরভাবে আলোচনা করবে। এ ছাড়াও এ সময় কয়েকটি দ্বিপাক্ষিক সহযোগিতামূলক চুক্তি এবং সমঝোতা স্মরকলিপি স্বাক্ষর করবে।
১০ ডিসেম্বর চীনের বাণিজ্যমন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে।
চীনের উপ-প্রধানমন্ত্রী উ ই মার্কিন বাণিজ্যমন্ত্রী কারলোস গুটিয়ারেজ ও বাণিজ্যিক প্রতিনিধি সুসান শোয়াব এবারের যৌথ কমিশনের উদ্যোক্তা। দু'দেশের সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এবারের সম্মেলনে অংশ নেবেন। (খোং চিয়াচিয়া)
|