২০০৭ সালে কাজাখস্তান -চীন এবং কাজাখস্তান- রাশিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্যিক মূল্য যথাক্রমে ১০ বিলিয়ন ও ১৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়াবে ।
কাজাখস্তানের প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভ ১০ ডিসেম্বর আস্তানায় এ কথা বলেছেন ।
তিনি বলেন , পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ২০১০ সালের মধ্যে কাজাখস্তান ও চীনের বাণিজ্যিক মূল্য ১০ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়ানোর কথা । এ লক্ষ্যমাত্রা এ বছরের শেষ নাগাদ সম্পন্ন হবে । তিনি আরো বলেন , জ্বালানী ও অন্যান্য ক্ষেত্রে দু'দেশের সহযোগিতা দিন দিন গভীরতর হয়ে উঠছে । সীমান্ত অঞ্চলের আর্থ-বাণিজ্যিক ক্ষেত্রে দু'দেশের সহযোগিতাও দ্রুত প্রসারিত হয়েছে ।
কাজাখস্তান-রাশিয়া বাণিজ্য প্রসঙ্গে নাজারবায়েভ বলেছেন , এ বছর দু'দেশের বাণিজ্যিক মূল্য গত বছরের তুলনায় ২৫ শতাংশ বেড়ে ১৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়াবে । তিনি বলেন , জ্বালানী সম্পদ , যোগাযোগ ও মহাকাশসহ বিভিন্ন ক্ষেত্রে দু'পক্ষের মধ্যে সহযোগিতা চলছে । (থান ইয়াও খাং)
|