ভারতের পশ্চিম বঙ্গের নিউ জলপাইগুরি জেলার নতুন রেল স্টেশনের কাছাকাছি ৯ ডিসেম্বর রাতে একটি রেলগাড়ির বগি লাইনচ্যূত হয়। এ দুর্ঘটনায় কমপক্ষে একজন নিহত এবং ৪৯ জন আহত হয়েছে। এদের মধ্যে অধিকাংশের অবস্থাই আশংকাজনক। ভারতের রেলপথ দপ্তরের একজন কর্মকর্তা ১০ ডিসেম্বর এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, ১৪টি বগিসম্পন্ন নয়াদিল্লীগামী এই রেলগাড়িটি জলপাইগুরি রেল স্টেশন থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে লাইনচ্যূত হয়। এতে অনেক যাত্রী হতাহত হয়েছে। এ দূর্ঘটনার ফলে কমপক্ষে দুটি রেলগাড়ির স্বাভাবিক চলাচল ব্যহত হয়।
পুলিশ এ ঘটনার তদন্ত করছে। রেলগাড়িতে অনেক ভারতীয় সৈন্য থাকায় পরিকল্পিতভাবে দুর্ঘটনা সৃষ্টির সম্ভাবনাও নাকচ করা যায় না। (লিলি)
|