v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-12-10 18:12:39    
চীনে আসল সফ্টওয়ার  ব্যবহারে সফল হয়েছে

cri
   চীনের জাতীয় গ্রন্থস্বত্বব্যুরোর প্রধান লিউ পিন চিয়ে বলেছেন , চীনে আসল সফ্টওয়ার ব্যবহার করার জন্য প্রচার কাজ চলছে এবং ইতিবাচক ফলও পাওয়া গেছে । তিনি বলেন , এ প্রচার কাজ চীনের সফ্টওয়ার শিল্পের স্থিতিশীল উন্নয়নের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে ।

    ১০ ডিসেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত চীনের আসল সফ্টওয়ার ব্যবহার সংক্রান্ত জাতীয় পর্যায়েরএক কর্ম-অধিবেশনে তিনি এ কথা বলেছেন । চীনের জাতীয় গ্রন্থস্বত্ব ব্যুরো , তথ্যশিল্প মন্ত্রণালয় , বাণিজ্য মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের  সংশ্লিষ্টি কর্মকর্তারা এবং চীনের বিভিন্ন অঞ্চল ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিসহ মোট তিন শ' ব্যক্তি এ অধিবেশনে অংশ নিয়েছেন ।

    অধিবেশনে চীনের জাতীয় গ্রন্ধস্বত্ব ব্যুরোর প্রধান লিউ পিন চিয়ে বলেন , চীনের ৩১টি প্রদেশ , কেন্দ্রশাসিত মহানগর ও স্বায়তশাসিত অঞ্চল ও তিন শ'রও বেশি শহর ২০০৬ সালে আসল সফ্টওয়ার ব্যবহারের কাজ সম্পন্ন করেছে । শিল্পপ্রতিষ্ঠানগুলোতে আসল সফ্টওয়ার ব্যবহারেও সুফল পাওয়া গেছে।

    তিনি বলেন , বিভিন্ন স্তরের সরকার ও শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রচেষ্টায় চীনের প্রায় বড় বড় দেড় হাজার বড় শিল্পপ্রতিষ্ঠান আসল সফ্টওয়ার ব্যবহারের কাজ সম্পন্ন করেছে । অন্য দিকে এক হাজার তিন শ'টি শিল্পপ্রতিষ্ঠানে আসল সফ্টওয়ার ব্যবহারের লক্ষ্যপ্রথম কিস্তির তালিকাভুক্ত করা হয়েছে । শিল্পপ্রতিষ্ঠানগুলোতে আসল সফ্টওয়ার ব্যবহারের কাজ প্রথম পর্যায়ে সাফল্য অর্জিত হয়েছে ।

    জানা গেছে , ২০০২ সাল থেকে সরকারী দপ্তরগুলো আসল সফ্টওয়ার ব্যবহারের কাজ শুরু করে । গত তিন বছরে কেন্দ্রীয় সরকার এবং প্রদেশ , স্বায়তশাসিক অঞ্চল ও কেন্দ্রশাসিত মহানগরের সরকারী সংস্থাগুলোতে সফ্টওয়ারের আসল কপি ব্যবহারের কাজ সম্পন্ন হয়েছে । এটা গোটা সমাজ আসল সফ্টওয়ার ব্যবহারের দৃষ্টান্ত স্থাপন করেছে ।

    ২০০৬ সালের প্রথম দিকে চীন সরকার বড় বড় শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সফ্টওয়ারের আসল কপি ব্যবহারের নির্দেশ দিয়েছে । এ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য চীনের জাতীয় গ্রন্থস্বত্ব ব্যুরো , তথ্য মন্ত্রণালয় , বাণিজ্য মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় একটি যৌথ কমিটি প্রতিষ্ঠা করেছে । এ যৌথ কমিটির সাহায্যে শিল্পপ্রতিষ্ঠানগুলোতে আসল সফ্টওয়ারের ব্যবহার সংক্রান্ত একটি বিশেষজ্ঞ গ্রুপ গঠন করা হয়েছে । এ বিশেষজ্ঞ গ্রুপ শিল্পপ্রতিষ্ঠানগুলোকে আসল সফ্টওয়ার ব্যবহারের ওপর প্রশিক্ষণ দিয়েছে । এ পাশাপাশি কেন্দ্রীয় সরকার ও প্রাদেশিক সরকার ৩৬ হাজারটি শিল্পপ্রতিষ্ঠানে আসল সফ্টওয়ার পরীক্ষা ও তত্ত্বাবধানের কাজ করেছে । তিন হাজার ৬ শ'টি শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে প্রায় একহাজার শিল্পপ্রতিষ্ঠান সরকারের নির্দেশ অনুসারে আসল সফ্টওয়ার ব্যবহার করে নি বলে শাস্তি পেয়েছে ।

    চীনের জাতীয় গ্রন্থস্বত্ব ব্যুরোর গ্রন্থস্বত্ব বিভাগের প্রধান ওয়াং চি চিয়ান আমাদের সংবাদদাতাকে জানান , চীন সরকার যে সরকারী সংস্থা ও বড় বড় শিল্পপ্রতিষ্ঠানগুলোতে সফ্টওয়ারের আসল কপি ব্যবহারের উদ্যোগ নিচ্ছে , তাতে চীন সরকারের মেধাস্বত্ব রক্ষার দৃঢসংকল্পের কথাই প্রতিফলিত হয়েছে ।

    সফ্টওয়ার তথ্য শিল্পের গুরুত্বপূর্ণ অংশ এবং জাতীয় অর্থনীতি ও সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে । নতুন শতাব্দীতে প্রবেশের পর চীন সরকার সফ্টওয়ার তৈরী শিল্পের প্রসারকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে এবং এ শিল্পের প্রসার বাড়ানোর অনুকূল ব্যবস্থা নিয়েছে ।

    ২০০৬ সালের প্রথম দিকে চীনের সংশ্লিষ্ট বিভাগ চীনে বিক্রি কম্পিউটারে সফ্টওয়ারের আসল কপি ব্যবহারের নির্দেশ দিয়েছে । ২০০৬ সাল ও ২০০৭ সালে চীনের জাতীয় গ্রন্থস্বত্ব ব্যুরো তথ্য মন্ত্রণালয় ও নিরাপত্তা মন্ত্রণালয়ের সঙ্গে মিলে নকল সফ্টওয়ার প্রতিরোধ অভিযান চালিয়েছে । তবে চীনের জাতীয় গ্রন্থস্বত্ব ব্যুরোর প্রধান লিউ পিন চিয়ে বলেন , আসল সফ্টওয়ার ব্যবহারের কাজ একটি দীর্ঘস্থায়ী কাজ । চীন সরকার পাঁচ বছরের মধ্যে চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোতে আসল সফ্টওয়ার ব্যবহারের কাজ সম্পন্ন করার আহ্বান জানিয়েছে । ( ফোং সিউ ছিয়েন )