মিথেন গ্যাস এমন এক ধরণের গ্যাস যা দূষণমুক্ত জ্বালানী হিসেবে ব্যবহৃত হয়। এ গ্যাস জঞ্জাল পরিশোধনের কার্যকর একটি বিশুদ্ধ জ্বালানী । মিথেন গ্যাস বিবিধভাবে ব্যবহার করা যায়। চীনের গ্রামাঞ্চলের মানুষ , পশুর মল এবং দৈনন্দিন জীবনের বর্জ্য মিলিয়ে প্রক্রিয়াকরণ করে মিথেন গ্যাস উত্পাদন করে। আমাদের দৈনন্দিন জীবনে উষ্ণায়ন বিদ্যুত্ সরবরাহ এবং রান্নাসহ বিভিন্ন ক্ষেত্রে এই গ্যাস চাহিদা মেটাচ্ছে। উল্লেখ্য যে, কিছু কিছু ফসল উত্পাদনেও মিথেন গ্যাস ভালো সার হিসেবেও ভূমিকা পালন করে।
সম্প্রতি আমাদের সংবাদদাতা চীনের কুয়াং সি চুয়াং জাতি গোষ্ঠী অধ্যুষিত স্বায়ত্তশাসিত অঞ্চলে গিয়ে ওখানকার অধিবাসীদের সাক্ষাত্কার নিয়েছেন। তাদের কথা থেকে জানা গেছে, তারা মিথেন গ্যাস প্রযুক্তি কার্যকরভাবে ব্যবহার করে আগের চেয়ে পরিবেশ আরো বেশি আকর্ষণীয় এবং পাহাড়গুলোকে সবুজাভ করে তুলেছে। এ থেকে কৃষকরা অনেক লাভবান হয়েছেন। কুয়াং সি চুয়াং জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের দারিদ্র্য বিমোচন কেন্দ্রের প্রধান হু ডে ছাই জানিয়েছেন, বর্তমানে মিথেন গ্যাস ব্যবহারের খুবই উপযুক্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে । স্থানীয় সরকার ইতোমধ্যেই মিথেন গ্যাসের সার্বিক ব্যবহার ও উন্নয়নকে কৃষকদের দারিদ্র্য বিমোচনের পূর্ণাঙ্গ কর্মসূচীতে অন্তর্ভূক্ত করেছে। তিনি বলেন:" মিথেন গ্যাস বহু ক্ষেত্রেই এখন প্রাধান্য পাচ্ছে। প্রথমটি হচ্ছে স্থানীয় কৃষকদের জ্বালানী সমস্যার সমাধান । এর ফলে বনাঞ্চল উজাড় রোধ করে একটি উপযুক্ত প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করা যাবে। আরেকটি হচ্ছে মিথেন গ্যাস ব্যবহারের সময় পরিবেশ পরিচ্ছন্ন থাকে এবং মানুষের স্বাস্থ্য রক্ষার জন্যও তা অত্যন্ত উপযোগী। উল্লেখ্য, গরু এবং ঘোড়সহ নানা ধরণের পশু-পাখির মল মিথেন গ্যাস তৈরীর কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এমন কি, এ মিথেন গ্যাস ব্যবহারের পরতার অবশিষ্টাংশ কৃষি ক্ষেত্রে ফসল উত্পাদনে একটি উপযুক্ত সার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাছাড়া, মিথেন গ্যাস ব্যবহার করায় শ্রম-শক্তি সমস্যারও সমাধান হয়েছে। এতে বিশেষ করে নারীরা বেশি লাভবান হয়েছেন।
চীনের কুয়াং সি চুয়াং জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের নান নিং শহরের একটি উপকন্ঠে কৃষক লান হুয়া লিনের জন্ম । তাঁর পরিবারের সদস্যসংখ্যা ৪ । কৃষিতে ভূমি বন্টন ব্যবস্থার আওতায় তিনি প্রায় ২ হেকটর জমিতে চাষ করেন। দৈনন্দন ব্যয়ের পর কিছু টাকা সাশ্রয় করে তিনি একটি আধুনিক দো'তলা বাড়ী তৈরী করেছেন। সংবাদদাতা তাঁর পরিবারের সাক্ষাত্কার নেয়ার সময় দেখতে পান যে, তাঁর পরিবারে চীনের গ্রামাঞ্চলের ঐতিহ্যিক চুলা নেই । বরং, তাঁর বাড়ির চার দিক খুবই পরিষ্কার পরিচ্ছন্ন । লান হুয়া লিনের স্ত্রী সংবাদদাতাকে বলেছেন, এ সব মিথেন গ্যাস প্রযুক্তি ব্যবহারের ফল।" রান্না করার সময় আমি মিথেন গ্যাস ব্যবহার করি, এর অনেক সুবিধা আছে। এর আগে , রান্নার জন্য আমি পাহাড়ের গাছ এবং লতা-পাতা সংগ্রহ করতাম । পরে এসব রোদে শুকানোর পর তা দিয়ে রান্নার কাজ চলতো। এখন মিথেন গ্যাসের ওপর নির্ভর করে আমি সময় বাঁচিয়ে গরু পালনসহ ভূট্টা এবং নানা ধরণের সবজিও ফসল চাষ ফলাতে পারি।"
1 2
|