চীনের রেডক্রস সোসাইটির ত্রান সামগ্রী সংরক্ষণ ব্যবস্থা মোটামুটি গড়ে তোলা হয়েছে । ৯ ডিসেম্বর এ সোসাইটি এ খবর দিয়েছে ।
জানা গেছে , বর্তমানে চীনের রেডক্রস সোসাইটির উদ্যোগে চীনে দুর্যোগকালীন ত্রাণ-সাহায্য সংক্রান্ত ছ'টি আঞ্চলিক কেন্দ্র গড়ে তোলা হয়েছে । এ ছাড়াও চীনের ১৫টি প্রাদেশিক রেডক্রস সোসাইটি ও সত্তরটিরও বেশি অঞ্চল ও জেলার উদ্যোগে যার যার দুর্যোগ ত্রাণ-সাহায্য কেন্দ্রও প্রতিষ্ঠিত হয়েছে ।
চীনের রেডক্রস সোসাইটির একজন কর্মকর্তা বলেন , ত্রাণ-সাহায্য সামগ্রী সংরক্ষণ করা দুর্যোগ প্রতিরোধের একটি কার্যকর পদ্ধতি । এর ফলে চীনের রেডক্রস সোসাইটির দুর্যোগ মোকাবেলার সামর্থ্য জোরদার হবে এবং দেশ-বিদেশের জরুরী ত্রাণ ও উদ্ধার কাজে তারা আরো বিরাট ভূমিকা পালন করতে পারবে ।
সম্প্রতি চীনের রেডক্রস সোসাইটির উদ্যোগে পেইচিংয়ের উপকন্ঠের স্যুন ই জেলায় তার প্রথম ত্রাণ-সামগ্রী সংরক্ষণ কেন্দ্রের নির্মাণকাজ শুরু হয়েছে । (থান ইয়াও খাং )
|