চীন ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সংলাপ দু'দেশের মধ্যেকার পারস্পরিক আস্থা জোরদার এবং দু'দেশের সহযোগিতামূলক সম্পর্কের উন্নয়নের জন্য অনুকূল হবে । চীনের অর্থমন্ত্রী সিয়ে স্যু রেন পেইচিংয়ে তৃতীয় চীন-মার্কিন অর্থনৈতিক সংলাপের প্রাক্কালে এ কথা বলেছেন ।
তিনি বলেন , তৃতীয় চীন-মার্কিন অর্থনৈতিক সংলাপ ১২ ও ১৩ ডিসেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত হবে । এবারের সংলাপের সকল প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন হয়েছে ।
তিনি বলেন , চীন-মার্কিন অর্থনৈতিক সংলাপে দু'দেশের দীর্ঘমেয়াদী , কৌশলগত ও সার্বিক অর্থনৈতিক বিষয়ে আলোচনা করা হবে । দু'দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্রে এটা একটা আকর্ষণীয় বিষয় ।(থান ইয়াও খাং)
|