৯ ডিসেম্বর সকালে চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার থাং চিয়া স্যুয়ানের সঙ্গে জাপানের ভূমি, অবকাঠামো ও পরিবহণ মন্ত্রী তেতসুজো ফুয়ুশিবা পেইচিং-এ সাক্ষাত করেছেন।
সাক্ষাত্কালে থাং চিয়া স্যুয়ান বলেন, বর্তমানে চীন-জাপানের সামনে এখন সম্পর্ক উন্নয়নের যথেষ্ট সুযোগ রয়েছে। চীন তার বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতার নীতি অনুসরন করে যাবে এবং চীন আশা করে, দু'পক্ষ সুযোগের সদ্ব্যবহার করে চীন-জাপান পারস্পরিক কল্যাণমূলক সম্পর্কের বাস্তবায়ন করবে। যাতে দু'দেশের সম্পর্ক দীর্ঘস্থায়ী, সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়ন সম্ভব হয়।
তেতসুজো ফুয়ুশিবা বলেন, জাপান চীনের সঙ্গে সম্মিলিতভাবে জাপান-চীন সম্পর্কের অধিকতর উন্নয়ন এবং পেইচিং অলিম্পিক গেমসের সুযোগে সহযোগিতাকে জোরদার করবে। যাতে জাপান ও চীনের জনগণের অটুট মৈত্রীর জন্য অবদান রাখা যায়। (খোং চিয়া চিয়া)
|