চীনের কেন্দ্রীয় ব্যাংক --চীনের গণ ব্যাংক ৮ ডিসেম্বর ঘোষণা করেছে যে ২৫ ডিসেম্বর থেকে ব্যাংকগুলোর রিজার্ভ ফান্ডের অনুপাত এক শতাংশ বাড়িনো হবে । এটা হলো এ বছর দশম বারের মত রিজার্ভ ফান্ডের অনুপাত বাড়ানো । ২৫ ডিসেম্বর থেকে ব্যাংকের রিজার্ভ ফান্ডের অনুপাত হবে ১৪.৫ শতাংশ । গত বিশ বছরের মধ্যেএটা হবে সর্বোচ্চ অনুপাত।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে , কিছু দিন আগে চীনের অর্থনীতি সম্পর্কিত একটি অধিবেশন অনুষ্ঠিত হয় । অধিবেশনে নির্ধারিত নতুন মুদ্রা নীতি অনুসারে ব্যাংকগুলোর ঋণদান নিয়ন্ত্রণে আনার অন্যতম ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে । এ বছরের আগের নয়বারের রিজার্ভ ফান্ডের অনুপাত ০.৫ শতাংশ বাড়ানো হয় , এবার ফান্ডের১ শতাংশ বাড়ানো হলো।
|