যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের চীন বিষয়ক বিশেষদূত আলান হোলমার বলেছেন , যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কৌশলগত অর্থনৈতিক সংলাপ দুদেশের মধ্যে নতুন ধরনের সহযোগিতামূলক সম্পর্ক প্রতিষ্ঠা করতে সাহায্য করবে ।
৭ ডিসেম্বর ওয়াশিংটনে অনুষ্ঠিত একটি সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেছেন ।
তিনি মনে করেন অনুষ্ঠেয়তৃতীয় সংলাপে সফল হবে। হোলমার আরো বলেন , আগামী সপ্তাহে পেইচিংয়ে অনুষ্ঠিতব্য তৃতীয় সংলাপে দু' পক্ষের মধ্যে পরিবেশ সংরক্ষণ , জ্বালানী সম্পদের নিরাপত্তা ও পণ্য দ্রব্যের গুণগত মান উন্নত করার ক্ষেত্রে সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হবে ।
তিনি আরো জানান , দু'দেশের শীর্ষ নেতাদের উদ্যোগে আয়োজিত এ সংলাপকে দু' পক্ষই গুরুত্বসহকারে দেখছে । এ সংলাপের কল্যাণে যুক্তরাষ্ট্র ও চীনের অর্থনৈতিক সম্পর্ক স্থিতিশীলভাবে বিকশিত হচ্ছে । তিনি বলেন , চীনের সংস্কার অভিযান দু দেশের অভিন্ন স্বার্থের অনুকূল ।
|