কসোভো বিষয়ক ইইউ, মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বিশেষ প্রতিনিধিদের ৭ ডিসেম্বর জাতিসংঘ মহাসচিব বান কি মুন-এর কাছে উত্থাপন করা রিপোর্টে কসোভোর চূড়ান্ত অবস্থান সম্পর্কিত আলোচনায় অগ্রগতির কথা উল্লেখ নেই।
রিপোর্টে বলা হয়েছে, সার্বিয়া ও কসোভো সার্বভৌমত্বের প্রশ্নের পূর্বের মৌলিক অবস্থানের ব্যাপারে ছাড় দিতে চায় না। চার মাস ধরে আলোচনার পরও কসোভোর চূড়ান্ত অবস্থান সম্পর্কে ঐকমত্যে পৌঁছাতে পারে নি। জানা গেছে, ৯ ডিসেম্বর সন্ধ্যায় এ রিপোর্ট নিরাপত্তা পরিষদে উত্থাপন করা হবে। এর পাশাপাশি কসোভো সংক্রান্ত আলোচনা পুণরায় এ মাসের ১৯ তারিখ অনুষ্ঠিত হবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিত্জা রাইস এ দিন বলেছেন, কসোভোর চূড়ান্ত অবস্থান সংক্রান্ত আলোচনা তার ঐতিহাসিক মিশন শেষ করেছে। সংশ্লিষ্ট পক্ষের আগামী পর্যায়ের আলোচনার ব্যাপারে প্রস্তুতি নেয়া উচিত।
এ দিন ব্রাসেলসে অনুষ্ঠিত ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে ন্যাটো কসোভোর নিরাপত্তা ও স্থিতিশীল করার চেষ্টা চালানোর কথা আবার ঘোষণা করা হয়েছে এবং কসোভোয় মোতায়েন নিরাপত্তা বাহিনীর বর্তমান সংখ্যা বজায় রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যাতে ভবিষ্যতে প্রয়োজনে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা করা যায়। (খোং চিয়া চিয়া)
|