v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-12-07 20:45:26    
চীনের নতুন নীতি অর্থনীতির স্থিতিশীল ও দ্রুত উন্নয়নে সহায়ক হবে

cri
    আগামী বছরে চীনের অর্থনীতি উন্নয়নের বুনিয়াদ স্থাপনের জন্য চীনের অর্থনীতি বিষয়ক সম্মেলন৫ ডিসেম্বর শেষ হয়েছে । সম্মেলনে স্পস্ট ভাষায় উল্লেখ করা হয়েছে , আগামী বছর চীনে সুষ্ঠু আর্থিক নীতি এবং নিয়ন্ত্রণমূলকমুদ্রানীতি কার্যকর হবে । যাতে অর্থনীতির অতিরিক্ত পরিবর্তন ও মুদ্রাস্ফীতি রোধ করা যায় । এক সাক্ষাত্কারে চীনের অর্থনীতি ও তহবিল ক্ষেত্রের বিশেষজ্ঞ বলেন উন্নয়নের বুনিয়াদ নির্ধারণ চীনের অর্থনীতির স্থিতিশীল ও দ্রুত উন্নয়নের জন্যসহায়ক হবে ।

    ২০০৭ সালেও চীনে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রয়েছে । গত বছরের একই সময়ের তুলনায় মোট অভ্যন্তরীণউত্পাদন মূল্য ১১.৫ শতাংশ বাড়বে বলে অনুমাণ করা হচ্ছে । কিন্তু অর্থনীতির অগ্রগতিরপ্রক্রিয়ায় স্থাবরসম্পদে অতিরিক্ত দ্রুত অর্থবিনিয়োগ, মাত্রতিরিক্তঋণ দান এবং অতিরিক্ত বাণিজ্য উদ্বৃত্তসহসহ বিবিধ সমস্যা এখনো প্রকট । বিশেষ করে এ বছর মুদ্রাস্ফীতির চাপ বেড়ে গেছে এবং ভোক্তা মূল্য সূচকের বৃদ্ধিহার একটানা তিন মাস ধরে ৬ শতাংশের বেশি ।

    বর্তমান চীনের অর্থনীতিতে অতিরিক্ত প্রবৃদ্ধির ঝুঁকি ও মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ার চাপ মোকাবেলার জন্য এবারের কেন্দ্রীয় অর্থনীতি সম্মেলনে উল্লেখ করা হয়েছে , অর্থনীতির দ্রুত প্রবৃদ্ধি থেকে অতিরিক্ত প্রবৃদ্ধি এবং মূল্য বৃদ্ধি থেকে স্পষ্ট মুদ্রাস্ফীতিরোধ করাকে বর্তমানের প্রধান কর্তব্য হিসেবে গ্রহণ করতে হবে । এ সম্পর্কে চীনের সমাজ ও বিজ্ঞান একাডেমীর অর্থনীতি গবোষণালয়ের প্রধান ইউয়ান কাংমিং বলেন ,আমাদের অর্থনীতিতেএকটানা ৫ বছর ধরে উচ্চ প্রবৃদ্ধি বজায় রয়েছে। এ বছর এ প্রবৃদ্ধিহার ১১ শতাংশের বেশি হবে । দীর্ঘকাল ধরে আমরা যে অসুবিধা কাটিয়ে উঠতে পারিনি এই উচ্চ প্রবৃদ্ধিহার তার সমাধান করেছে । কিন্তু বর্তমান পর্যায় থেকে নির্দিষ্ট পরিমাণে প্রবৃদ্ধি বেড়ে গেলে মুদ্রাস্ফীতি দেখা দেওয়ার আশংকা হবে। এ বছরের একটি সময়ে ভোক্তা মূল্য সূচক দ্রুত বেড়ে গিয়েছিল । অর্থনীতির দ্রুত প্রবৃদ্ধি হলে ভোক্তামূল্যআরও বেড়ে যেতে পারে ? তবে , এই অবস্থা এখনো দেখা দেয়নি । কিন্তু এর আশংকাকে আমাদের রোধ করতে হবে ।

    কেন্দ্রীয় অর্থনীতি সম্মেলনে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, আগামী বছর চীনে সুষ্ঠু আর্থিক নীতি এবং নিয়ন্ত্রণমূলকমুদ্রা নীতি চালু হবে । এ সম্পর্কে চীনের মূলধন বিশেষজ্ঞ ই সিয়েনরোং বলেন , চীনের অর্থনীতির অতিরিক্ত বেড়ে যাওয়ার লক্ষণ কেন্দ্রীয় সরকার উপলব্ধি করেছে । নতুন মুদ্রা নীতির মাধ্যমে অর্থনীতি এবং অর্থবিনিয়োগের অতিরিক্ত বৃদ্ধিঅথবা অতিরিক্ত ঋণ কমিয়ে আনার জন্য সহায়ক হবে ।

    আগামী বছর চীন যে অব্যাহতভাবে সুষ্ঠু আর্থিক নীতি চালু করবে সে সম্পর্কে বিশেষজ্ঞ ই সিয়েনরোং মনে করেন , গত বছরের একই পরিমাণের রাষ্ট্রীয় ঋণ বহাল এবং কর অপরিবর্তিত থাকার ভিত্তিতে আগামী বছর কেন্দ্রীয় সরকার আরও ব্যাপকভাবে গণ বুনিয়াদী পরিসেবার উন্নয়নকে সমর্থন করবে । তিনি বলেন , এ বছর চীনের কমিউনিষ্ট পার্টির ১৭তম জাতীয় কংগ্রেসের কার্যবিবরণীতে গণ বুনিয়াদী পরিসেবার সুষম উন্নয়নের কথা উল্লেখ করা হয়েছে । তাই আগামী বছর এ দিকটিতে আর্থিক নীতি বেশি গুরুত্ব দিতে পারবে । যেমন থাকার ব্যবস্থা, চিকিত্সা ব্যবস্থা সহ নানা ব্যবস্থা নিশ্চিত করার ওপর নতুন মুদ্রা নীতি বেশি গুরুত্ব দেবে ।

    চীনের সমাজ ও বিজ্ঞান একাডেমীর অর্থনীতিবিদ ইউয়ান কাংমিং মনে করেন , আগামী বছরের আর্থিক নীতি এমন একটি আর্থিক নীতি হবে যা সমতা ও কার্যকারিতাকেগুরুত্ব দেবে। তিনি বলেন , আমাদের শিক্ষা , চিকিত্সা এবং গণ কল্যানমূলক ব্রতে অর্থবিনিয়োগ বাড়াতে হবে । অঞ্চল এবং আয়ের পার্থক্য অনুযায়ী অর্থবিনিয়োগ বাড়িয়ে দিতে হবে । বিশেষ করে অনুন্নত অঞ্চল , গ্রামীণ অঞ্চল এবং নিম্ন আয়ের অঞ্চলের ওপর বেশি গুরুত্ব দেওয়া উচিত । এ ভাবে করলেই এগুলিই কেবল অর্থনীতির সমন্বিত উন্নয়নে আর্থিক নীতি ভূমিকা পালন করতে পারবে ।--চুং শাওলী