জাতিসংঘ মহাসচিব বান কি মুন ৬ ডিসেম্বর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বালি দ্বীপ সম্মেলনকে কাজে লাগিয়ে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত " নতুন কিয়োটো প্রোটোকল" আলোচনার জন্য রোডম্যাপ প্রণয়ন করার আহ্বান জানিয়েছেন।
এদিন বান কি মুন সংবাদ মাধ্যমকে বলেছেন, জলবায়ু পরিবর্তন সমস্যা নিয়ে আলোচনার লক্ষ্য হচ্ছে বিভিন্ন দেশের কাছে গ্রহণযোগ্য একটি সার্বিক চুক্তি স্বাক্ষর করা। ২০১২ সালে "কিয়োটো প্রোটোকল" মেয়াদোত্তীর্ণ হবে। সুতরাং নতুন প্রোটোকল ২০০৯ সালের শেষ নাগাদ প্রণয়ন করা উচিত। বান কি মুন বালি দ্বীপ সম্মেলনে আলোচনার বিষয়বস্তু ও সময়সূচী নির্ধারণেরও আহ্বান জানিয়েছেন। (লিলু)
|