"প্রচালিত বাহিনী সংক্রান্ত ইউরোপ চুক্তি"--সি এফ ই সাময়িকভাবে বন্ধ করার পর এখন এ চুক্তি পুনরায় চালু করার জন্য রাশিয়া সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা করতে আগ্রহী। ৬ ডিসেম্বর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপের নিরাপত্তা ও নিরস্ত্রীকরণ বিভাগের প্রধান আনতিলি আনতোনভ মস্কোয় এ কথা জানান।
এদিন তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, এ চুক্তি সাময়িকভাবে বন্ধ করার পর রাশিয়া প্রচলিত অস্ত্রশস্ত্রের সংশ্লিষ্ট তথ্য প্রকাশ করবে না এবং এ সংক্রান্ত পরীক্ষাও গ্রহণ করবে না। তবে রাশিয়া অবিলম্বে ন্যাটো দেশগুলোর সংলগ্ন সীমান্ত অঞ্চলে ব্যাপকভাবে সৈন্য মোতায়েন করবে না। সমর সজ্জার নিয়ন্ত্রণ ক্ষেত্রে এ দেশগুলোর বাস্তব তত্পরতার ওপর সবকিছু নির্ভর করছে।
৩০ নভেম্বর পুতিন এ চুক্তি সাময়িকভাবে বন্ধ করার বিলে স্বাক্ষর করেন। বিলটি ১২ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।--ওয়াং হাইমান
|