৬ ডিসেম্বর সিনচিয়াংয়ের খাশে অনুষ্ঠিত "পশ্চিমাঞ্চলের উন্মুক্ত অর্থনৈতিক উন্নয়ন ফোরাম" থেকে জানা গেছে, চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে নিকটবর্তী দেশগুলোর সঙ্গে আর্থিক সহযোগিতা চালাবে, যাতে আঞ্চলিক অর্থনীতির দ্রুত উন্নয়ন ঘটানো যায়।
জানা গেছে, এই ফোরামে পশ্চিমাঞ্চলে উন্মুক্তকরণ চালু করার পক্ষে জোরালো অভিনত প্রকাশিত হয়েছে। এর পাশাপাশি পশ্চিমাঞ্চলে উন্মুক্তকরণ চালু করার পটভূমিতে আঞ্চলিক আর্থিক উন্নয়নের বিষয় নিয়ে গভীরভাবে আলোচনা করা হয়েছে।
সিনচিয়াং হচ্ছে পশ্চিম দিকে উন্মুক্ত চীনের একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থাল। তাজিকিস্তান ,পাকিস্তান ও ভারতসহ পাঁচটি দেশের সঙ্গে একই অর্থনৈতিক অঞ্চলে রয়েছে। সিনচিয়াং হচ্ছে মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া, পশ্চিম এশিয়া তথা ইউরোপে প্রবেশ করার আন্তর্জাতিক চ্যানেল।(লিলু)
|