পূর্ব জেরুজালেমে ইসরাইলী বসতি স্থাপন ইসরাইল-ফিলিস্তিনের শান্তি আলোচনার জন্য সহায়ক হবে না। ৬ ডিসেম্বর জাতিসংঘ মহাসচিব বান কি মুন এ কথা বলেছেন।
এদিন তিনি সংবাদমাধ্যমকে বলেন, ইহুদী বসতি সমস্যায় জাতিসংঘের অবস্থান সবার জানা। এ ব্যাপারে তিনি মধ্য প্রাচ্য সমস্যার সঙ্গে সংশ্লিষ্ট চার পক্ষের সঙ্গে পরামর্শ করবেন।
এদিন মার্কিন সংবাদমাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন সরকারী কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, পূর্ব জেরুজালেমে ইসরাইলী বসতি স্থাপনের ওপর যুক্তরাষ্ট্রের সজাগ দৃষ্টি রয়েছে।
জানা গেছে, জর্দানের তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী নাসের জুদেহ এবং মিসরের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আবুল ঘেইট এদিন পৃথক পৃথকভাবে তাদের বিবৃতিতে পূর্ব জেরুজালেমে ইসরাইলের বসতি স্থাপনের উদ্যোগের নিন্দা করেন।--ওয়াং হাইমান
|