চীনে জনসাধারণের মধ্যে বিবাহ ও প্রসবের ক্ষেত্রেবিজ্ঞানসম্মত , আধিনিক ও অগ্রসর মানসিকতা গড়ে তুলতে উত্সাহ যোগানো হচ্ছে। এই কর্মসূটী চালু হওয়ার পর থেকে এ ব্যাপারে লক্ষ্যণীয় অগ্রগতি ও হয়েছে। চীনের রাষ্ট্রীয় জনসংখ্যাও পরিবার পরিকল্পনা কমিশনের সহ সভাপতি লি বিন একটি অধিবেশনে জানান, সম্প্রতি ১৪টি আদর্শ শহরে সরেজমিন পরিদর্শনকরে দেখা গেছে এ সব স্থানে জন্মহার অপেক্ষাকৃত নীচু । মানুষের গুণগতমান কিছুটা বেড়েছে। বিশেষ করে শিশু ছেলে ও মেয়ের অনুপাতে মোটামুটি ভারসাম্যও এসেছে।
১৯৯৮ সাল থেকে চীনে " বিবাহ ও প্রসবের নতুন রীতিনীতি" শিরোনামে কর্মসূচী চালু হয়। পৃথিবীতে সর্ববৃহত জনসংখ্যার দেশ চীনে বর্তমানে চীনের লোকসংখ্যা ১৩০ কোটিরও বেশী ।
|