আগামী বছরের প্রথম দিকে প্রাকৃতিক পরিবেশ পর্যবেক্ষণের জন্যে চীন প্রথম পরিবেশ উপগ্রহ উত্ক্ষেপণ করবে । চীনের জাতীয় পরিবেশ সংরক্ষণ ব্যুরোর উপ-মহাপরিচালক উ সিয়াও ছিং বৃহস্পতিবার পেইচিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেছেন ।
জানা গেছে , বর্তমানে চীনের পরিবেশ সংরক্ষণ ব্যবস্থার অধীনে ২ হাজারেরও বেশি পরিবেশ পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে । প্রতি বছর এসব কেন্দ্র থেকে পর্যবেক্ষণ সংক্রান্ত ৩ কোটি তথ্য পাওয়া যায় । আবহাওয়া , জলাধার ও প্রাকৃতিক পরিবেশের ওপর পর্যবেক্ষণ থেকে বহু মূল্যবান তথ্য পাওয়া গেছে । তবে চীনের পরিবেশ ও বিপর্যয়ের ওপর পর্যবেক্ষণ ও গবেষণা এখনো মোটামুটি সাধারণ পর্যায়ে রয়েছে । আপাতত ব্যাপকভিত্তিক , সময়োচিত ও ভ্রাম্যমান পর্যবেক্ষণ সম্ভব হয়ে উঠে নি ।
উ সিয়াও ছিং বলেন , পরিকল্পিত এ উপগ্রহ থেকে পাওয়া তথ্যাদি ব্যাপকহারে চীনের পরিবেশ পর্যবেক্ষন ও দুর্যোগ সম্পর্কে পূর্বাভাসের মান উন্নত করবে ।
|