চীনে বর্তমানে কমিউনিটি স্বেচ্ছাসেবক সংস্থার সংখ্যা মোট ২.৭ লাখ ।এগুলোতে স্বেচ্ছাসেবকের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটিতে। ৬ ডিসেম্বর চীনের বেসামরিক প্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ খবর জানা গেছে।
চীনের বেসামরিক প্রশাসন মন্ত্রণালয়ের উপমন্ত্রী লি লি কুও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীনের শহরগুলোতে কমিউনিটির স্বেচ্ছাসেবার মান অনেক উন্নত হয়েছে। এতে কমিউনিটি স্বেচ্ছাসেবকের সংখ্যা অব্যাহতভাবে বেড়েছে এবং স্বেচ্ছাসবার ব্যবস্থাও পূর্ণাঙ্গ হয়েছে । কমিউনিটির স্বেচ্ছাসেবা চীনা প্রতিবেশীদের পারস্পরিক সহায়তা, দারিদ্র্য বিমোচন, বৃদ্ধ-বৃদ্ধা ও প্রতিবন্ধীদের সাহায্য, তৃণমূল পর্যায়ের পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশ সুরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই সঙ্গে যা কমিউনিটির স্থাপন এবং সম্পীতি সমাজ গড়ে তোলার জন্য অনেক অবদান রেখেছে।
তিনি আরো বলেন, ভবিষ্যতে চীন সরকার অব্যাহতভাবে কমিউনিটি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেওয়ার কাজ চালিয়ে যাবে।--ওয়াং হাইমান
|