চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের মহাপরিচালক মা খাই বলেছেন , আগামী বছর চীনের অর্থনীতিতে সামগ্রিক নিয়ন্ত্রণ জোরদার করা হবে , যাতে অর্থনৈতিক প্রবৃদ্ধির দ্রুত গতি অতি দ্রুত গতিতে পরিণত না হয় এবং পণ্য মূল্যের কাঠামোগত বৃদ্ধি থেকে লক্ষ্যণীয় মুদ্রাস্ফীতি না দেখা দেয় ।
বৃহস্পতিবার পেইচিংয়ে আয়োজিত একটি অধিবেশনে মা খাই আরো বলেন , আগামী বছরও চীন সরকার অব্যাহতভাবে স্থাবর-পরিসম্পদ বিনিয়োগের দ্রুত বৃদ্ধি নিয়ন্ত্রণ করবে এবং নতুন নতুন প্রকল্প , বিশেষ করে বেশি ক্ষয়কারী জ্বালানী ও দূষিত প্রকল্প নির্মাণ সীমিত করবে । পাশাপাশি চীন সরকার প্রধান প্রধান কৃষিজাত পণ্য উত্পাদন , সরবরাহ ও বাজার নিয়ন্ত্রণ জোরদার করবে , যাতে জনসাধারণের নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ সুনিশ্চিত হয় ।
|