v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-12-07 16:09:43    
বুশের সঙ্গে হু চিনথাও-এর ফোনালাপ

cri
    ৬ ডিসেম্বর রাতে চীনের প্রেসিডেন্ট হু চিনথাও মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাবলিউ বুশের আমন্ত্রণে তাঁর সঙ্গে ফোনে কথা বলেছেন।

    হু চিনথাও বলেন, চলতি বিদায়ী বছরে চীন-মার্কিন সম্পর্কের আরো উন্নতি হয়েছে। চীন-মার্কিন তৃতীয় দফা কৌশলগত অংর্থনৈতিক সংলাপ এবং চীন-মার্কিন পঞ্চম কৌশলগত সংলাপ চীনে অনুষ্ঠিত হবে। চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্মিলিতভাবে আরো বেশি সাফল্য অর্জন এবং চীন-মার্কিন গঠনমূলক সহযোগিতার সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন অবদান রাখতে ইচ্ছুক।

    তিনি আরো বলেন, সঠিকভাবে তাইওয়ান সমস্যা মোকাবেলা করা হচ্ছে চীন-মার্কিন সম্পর্কের স্থিতিশীল ও সুষ্ঠু উন্নয়ন নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ ভিত্তি। তাইওয়ানপন্থীরা জাতিসংঘের সদস্য হওয়ার জন্য গণভোটসহ বিছিন্নতাবাদী স্বাধীন তাইওয়ান-প্রয়াসী তত্পরতা চালাচ্ছে। এটি তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতায় গুরুতর হুমকি ও চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। তাইওয়ানপন্থীদেরকে বিরোধিতা ও দমন করা এবং তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষা করা চীন-মার্কিন অভিন্ন কৌশলগত স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

    বুশ বলেন, যুক্তরাষ্ট্র দু'দেশের সম্পর্কের উপর ব্যাপক গুরুত্ব দিচ্ছে। মার্কিন-চীন কৌশলগত অর্থনৈতিক সংলাপ এবং কৌশলগত সংলাপ হচ্ছে দু'পক্ষের সফল সহযোগিতার একটি প্ল্যাটফর্ম। তিনি আশা করেন, সংলাপের মাধ্যমে আরো অগ্রগতি অর্জিত হবে। বুশ বলেন, তাইওয়ান সমস্যায় যুক্তরাষ্ট্র চীনকে সমর্থন করে।

    কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা প্রসঙ্গে হু চিনথাও বলেন, অভিন্ন দলিলপত্রের প্রাথমিক কার্যক্রম ইতোমধ্যেই বাস্তবায়িত হয়েছে। দ্বিতীয় পর্যায়ের কার্যক্রমও সুষ্ঠুভাবে শুরু হয়েছে। বিভিন্ন পক্ষের উচিত সুযোগ কাজে লাগিয়ে সংলাপের মাধ্যমে ধাপে ধাপে উপদ্বীপের অস্ত্রমুক্তকরের লক্ষ্য বাস্তবায়ন করা।

    বুশ বলেন, ছ'পক্ষীয় বৈঠক হচ্ছে উত্তর কোরিয়ার পরমাণু সমস্যা সমাধানের সর্বশ্রেষ্ঠ উপায়। যুক্তরাষ্ট্র চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করে। যুক্তরাষ্ট্র অন্যান্য বিভিন্ন পক্ষের সঙ্গে ছ'পক্ষীয় বৈঠকের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালাতে ইচ্ছুক।

    এ ছাড়াও, দুই নেতা ইরানের পরমাণু সমস্যা নিয়ে মত বিনিময় করেছেন। (লিলি)