মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাবলিউ বুশ ১ ডিসেম্বর উত্তর কোরিয়ার নেতা কিম জং ইলকে একটি চিঠি লিখেছেন। চিঠিতে তিনি উত্তর কোরিয়ার কাছে তার পরমাণু পরিকল্পনা পুরোপুরি উন্মুক্ত করার অনুরোধ জানিয়েছেন। মার্কিন জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র গর্ডন জনড্রো ৬ ডিসেম্বর এ তথ্য স্বীকার করেছেন।
জনড্রো বলেছেন, বুশ একই সময় ছ'পক্ষীয় বৈঠকের অন্যান্য পক্ষের নেতাদের কাছেও এ ধরণের চিঠি পাঠিয়েছেন। এতে অব্যাহতভাবে ছ'পক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের অংশ নেয়ার সংকল্প এবং উত্তর কোরিয়ার পরমাণু প্রকল্প উন্মুক্ত করার লক্ষ্যে বুশের আগ্রহ পুনর্ব্যক্ত হয়েছে।
উত্তর কোরিয়ার কেন্দ্রীয় বার্তা সংস্থা সূত্রে জানা গেছে, বুশের স্বাক্ষরিত চিঠি সম্প্রতি উত্তর কোরিয়া সফরকারী মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও ছ'পক্ষীয় বৈঠকের মার্কিন প্রতিনিধি দলের নেতা ক্রিস্টোফার হিলের মাধ্যমে ৫ ডিসেম্বর উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী পাক উই ছুনের কাছে হস্তান্তর করা হয়েছে।
অন্য এক খবরে জানা গেছে, হিল ৬ ডিসেম্বর জানিয়েছেন, উত্তর কোরিয়া সত্যিসত্যি তার পরমাণু পরিকল্পনা নিয়ে আবেদন করবে কিনা তা এখনই বলা সম্ভব নয়। তাই চলতি বছরে ছ'পক্ষীয় বৈঠকের পরবর্তী পর্যায়ের সম্মেলন নাও হতে পারে। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিত্সা রাইস অবশ্য এ ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নের জন্য অনেক চেষ্টা চালাতে হবে। বিভিন্ন পক্ষের মধ্যে অবশ্য সহযোগিতা খুব চমত্কার। (লিলি)
|