ইরানের উচিত আন্তর্জাতিক পরমাণু সংস্থার সঙ্গে সহযোগিতা চালিয়ে তার আগেকার পরমাণু পরিকল্পা সংশোধন করা। জাতিসংঘ মহাসচিব বান কি মুন ৬ ডিসেম্বর এ কথা বলেছেন।
এদিন বান কি মুন তথ্য মাধ্যমকে বলেন, ইরানের উচিত আন্তর্জাতিক পরমাণু সংস্থার সঙ্গে বাস্তব সহযোগিতা চালিয়ে দু'পক্ষের মধ্যে সম্পাদিত কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করা এবং নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাব কার্যকর করা। তিনি আরো বলেন, নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর মাধ্যমে ইরানের পরমাণু সমস্যার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া উচিত।
ইরানের পরমাণু সমস্যার ওপর ৩ ডিসেম্বর মার্কিন গোয়েন্দা সংস্থার প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, ইরান ২০০৩ সালে পরমাণু অস্ত্র প্রকল্প বন্ধ করে দেয় এবং এ পর্যন্ত এ ধরণের প্রকল্প শুরু করেনি। কিন্তু ইরান পরমাণু অস্ত্র তৈরী করার পরিকল্পনা থেকে পিছিয়ে যায়নি। মার্কিন সরকার বলেছেন, যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে নিরাপত্তা পরিষদে ইরানের উপর শাস্তি আরোপ দেয়ার প্রস্তাব গ্রহণকে সমর্থন করবে। (লিলি)
|