v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-12-07 15:48:00    
ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত্

cri
    চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়েছি বৃটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সঙ্গে ৬ ডিসেম্বর লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটের প্রধানমন্ত্রী ভবনে সাক্ষাত্ করেছেন।

    ব্রাউন বলেন, বৃটেন এবং চীনের সম্পর্কের উন্নয়ন খুব ভাল। বৃটেনের শিল্প ও বাণিজ্য মহল চীনের সঙ্গে আর্থ-বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের ব্যাপারে আশাবাদী। বৃটেন চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোকে বৃটেনে পুঁজি বিনিয়োগের জন্য স্বাগত জানিয়েছে। ব্রাউন বলেন, তিনি চীন সফরের প্রতীক্ষায় রয়েছেন। চীনের নেতৃবৃন্দের সঙ্গে মিলে তিনি বৃটেন ও চীনের সম্পর্ককে অব্যাহতভাবে সুসংহত করতে এবং উন্নয়ন ঘটাতে আগ্রহী।

    ইয়াং চিয়েছি বলেন, চীন-বৃটেন সম্পর্ক গুরুত্বপূর্ণ উন্নয়নের সুযোগের মুখে দাঁড়িয়ে আছে। চীন সরকার প্রধানমন্ত্রী ব্রাউনের আগামী বছরের চীন সফরকে একটি সুযোগ হিসেবে কাজে লাগিয়ে দু'দেশের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের দীর্ঘকালীন, স্থিতিশীল ও সুষ্ঠু উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক।

    বৃটেন চীন ও ইউরোপের সম্পর্কের উন্নয়নের জন্য যে প্রচেষ্টা চালাচ্ছেন ইয়াং চিয়েছি তার প্রশংসা করেছেন। ব্রাউন বলেন, বিশ্বায়নের প্রেক্ষাপটে বৃটেন দৃঢ়ভাবে ইউরোপ ও চীনের সম্পর্কের দীর্ঘকালীন উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে এবং বাণিজ্যিক রক্ষণশীলতার বিরোধিতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

    ব্রাউন জোর দিয়ে বলেন, একচীন নীতিতে বৃটেন সবসময় অটল।

    ব্রাউন দারফুরসহ আন্তর্জাতিক আঞ্চলিক সমস্যায় চীনের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। তাঁরা আন্তর্জাতিক বিষয়ে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার ব্যাপারেও একমত হন।

    এদিন ইয়াং চিয়েছি বৃটেনের অর্থমন্ত্রী, চীনের সঙ্গে বৃটেনের সম্পর্ক গ্রুপের পরিচালক অ্যালিস্টেয়ার ডারলিং, বৃটেনের প্রধানমন্ত্রীর কূটনীতি ও প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা সাইমন ম্যাকডনাল্ড এবং ব্রিটিশ পার্লামেন্টের আন্তঃদলীয় কয়েক জন পার্লামেন্ট সদস্যের সঙ্গে বৈঠক করেছেন। (লিলি)