v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-12-11 16:55:01    
সিনচিয়াং এর লোকসংগীত অ্যালবাম "আকাশের পাহাড়"

cri

    শ্রোতাবন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের সুরের ভুবন আসরটি শুনছেন। আমি আপনাদের বন্ধু ---, পেইচিং থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি, সকল শ্রোতাবন্ধুরা ভালো আছেন। আজকের অনুষ্ঠানে আমি "আকাশের পাহাড়" নামে সিনচিয়াংয়ের লোকসংগীত ভিত্তিক অ্যালবাম শোনাবো। এই অ্যালবামের মধ্যে ১২টি বৈশিষ্ট্যপূর্ণ গান আছে। এ গানগুলো শুনে আপনারা স্পষ্টভাবে সিনচিয়াংয়ের প্রাচীন ও আধুনিক রস উপভোগ করতে পারেন।

    সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল চীনের পশ্চিম দিকে অবস্থিত। টিয়ান পাহাড় পুরো সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল অতিক্রম করে। সিনচিয়াংয়ের বিভিন্ন জাতির মানুষের মনে টিয়ান পাহাড় কেবল এক সাধারণ পাহাড় নয়। টিয়ান পাহাড় হচ্ছে সিনচিয়াং এর রক্তসংবহন ও কাঠামো। তাঁরা টিয়ান পাহাড়কে দেবতার মতো নৈবেদ্য দেন।

     এখন আপনারা এই অ্যালবামের প্রধান গান "আকাশের পাহাড়" শুনছেন। এটা হচ্ছে গোটা অ্যালবামের প্রতিনিধিত্ব গান। এর মধ্যে সিনচিয়াং এর সংগীতের চরিত্র মিশে গেছে। গানের কথা এমন, সূর্য ও চাঁদ অতিক্রম করে আমি তোমার কাছে চলে আসি। আকাশের পাহাড় –টিয়ান পাহাড়, আমার জন্মস্থান। সময় পার হয়ে তোমার কাছে চলে আসি। আকাশের পাহাড়, আমার স্বর্গ। সবসময় তোমার জন্য গান গেইতে চাই। আকাশের পাহাড়ে আমার স্বপ্ন ওড়ে বেড়ায়। সবসময় তোমার জন্য মদ খেতে চাই, খেতে খেতে ঘুমিয়ে পড়ি।"

    চীনের ডিস্ক শাংহাই কোম্পানি "আকাশের পাহাড়" অ্যালবাম মুক্ত করেছে। বিখ্যাত সুরকার হুয়াং হুই এ ১২টি গানের সুর করেছেন। তিনি সিনচিয়াংয়ের বিভিন্ন জাতির লোকসংগীত সংগ্রহ করে আধুনিক পদ্ধতিতে নতুন করে সাজিয়েছেন। এ গানগুলোর সুরের ভিতর দিয়ে সিনচিয়াংয়ের বিভিন্ন জাতির ঐতিহাসিক সভ্যতা ও শিল্পকলা জীবন ফুটে ওঠে। যেমন উজবেক জাতির লোকসংগীত "কালো ভ্রু এর মেয়ে", সিবো জাতির লোকসংগীত "দোলনার গান", তাজিক জাতির লোকসংগীত "গুলিবিথা" হচ্ছে এ অ্যালবামের প্রতিনিধিত্ব গান।

    গানের কথা এমন, " ছেলেঃ তোমার ভ্রু এতো কালো। প্রিয় বোন, তোমার ভ্রু আমাকে একটু দেখাবে? মেয়েঃ কেন আমার ভ্রু দেখবে? সোয়ালো পাখির কালো ডানা আছে। প্রিয় ভাই, আমরা আগে দেখেছি তাই না? ছেলেঃ প্রিয় বোন, তোমার গাল এতো লাল। আমাকে একটু দেখাবে? মেয়েঃ কেন আমার গাল দেখবে? বাজারে পিঠা বিক্রি হয়। প্রিয় ভাই, আমরা একসাথে দেখেছি, তাই না?

    এতোক্ষণ আপনারা "কালো ভ্রুর মেয়ে" গানটি শুনলেন। অ্যালবামের মধ্যে তাজিক জাতির লোকসংগীত "গুলিবিথা"ও চীনে ব্যাপকভাবে জনপ্রিয়। গত শতাব্দীর ৫০'র দশকের শেষ দিকে সুরকার লেই চেন পাং(雷振邦)সিনচিয়াংয়ের পশ্চিম দিকের পামির মালভূমিতে আরোহণ করেছেন। তিনি "গুলিবিথা" এর সুর শুনে মুগ্ধ হয়েছে। তিনি এই গানের ভিত্তিতে নতুন করে "বরফ পাহাড়ের অতিথি" নামে চলচ্চিত্রের জন্য "ফুলটি কেন এতো লাল" নামক গান করেছেন। সেই গানটি আজ পর্যন্ত সারা চীনে ছড়িয়ে পড়ে।

    এখন আপনারা প্রেমের গান "গুলিবিথা" শুনছেন। তাজিক জাতি প্রধানত সিনচিয়াং এর পশ্চিমাংশের পামির মালভূমিতে বসবাস করে। সেখানে প্রত্যেক জন "গুলিবিথা" গানটি গেইতে পারেন। গানের কথা এমন, "গুলিবিথা, মনোহর পরী। তুমি ফুলের চেয়েও সুগন্ধি। পৃথিবীতে তোমার সৌন্দর্য বর্ণনার কোন ভাষা নেই। গুলিবিথা, তোমাকে খুঁজে বের করার জন্য আমি কোন কষ্ঠকে ভয় করি না। তোমার ভালোবাসা পেতে পরিশ্রম করলেও খুশি হয়। তোমার প্রেম পাওয়ার জন্য আমি প্রাণ দিতে চাই।"

    তালিম নদী হচ্ছে চীনের দীর্ঘতম অন্তর্দেশীয় নদী। তালিম নদী তাকলামাকান মরুভূমি অতিক্রম করে। সিনচিয়াং এর দক্ষিণাঞ্চলের মানুষ তালিম নদীকে মা নদী মনে করে। উইগুর জাতির লোকসংগীত "তালিম নদী" এর সুরের ভিতরে দিয়ে মানবজাতি ও পরিবেশের সম্পর্ক বলা হয়েছে।

    প্রিয় শ্রোতাবন্ধুরা, এতোক্ষণ আপনারা "আকাশের পাহাড়" নামে সিনচিয়াং এর লোকসংগীত ভিত্তিক অ্যালবামের কয়েকটি গান শুনলেন। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে।