v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-12-17 20:23:38    
পরবর্তী অনুষ্ঠানমালা --- ২০০৭/১২/১৭

cri
    ২০০৭ সাল হচ্ছে চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ১৫তম বার্ষিকী। দু'দেশের বিনিময় ধাপে ধাপে ঘনিষ্ঠ হওয়ার কারণে আরো বেশি চীনা ছাত্রছাত্রী অধ্যয়নের জন্যে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছে। বর্তমানে দক্ষিণ কোরিয়ায় অধ্যয়নরত চীনা ছাত্রছাত্রীর সংখ্যা ২০ হাজারেরও বেশি। এর পাশাপাশি প্রতি বছর এ সংখ্যা গড়পরতা ২৫ শতাংশ করে বাড়ছে। চীনে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম হা জুং বলেছেন, চীনে অধ্যয়নরত দক্ষিণ কোরিয়ার ছাত্রছাত্রীর সংখ্যা ১৯৯২ সালের ২৩২ জন থেকে ২০০৭ সালের ৫০ হাজারে দাঁড়িয়েছে। চীন ও দক্ষিণ কোরিয়ার ছাত্রছাত্রীরা পরস্পরের দেশে বৃহত্তম বিদেশী ছাত্রগোষ্ঠীতে পরিণত হয়েছে। ১৭ ডিসেম্বর বিজ্ঞান বিচিত্রা আসরে লি লু এ সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেবেন।

    চীনের আর্থ-সামাজিক দ্রুত উন্নয়নের সঙ্গে সঙ্গে রোগ নিয়ন্ত্রণ, স্বাস্থ্যের শর্ত ও জীবনের গুণ দ্রুত বাড়ছে। এর পাশাপাশি চীন ধাপে ধাপে বয়োবৃদ্ধি সমাজে প্রবেশ করেছে। শিল্পোন্নত দেশের মতো নয়, চীন বয়োবৃদ্ধি সমাজে প্রবেশ করতে মাত্র ২০ বছর সময় লেগেছে। ফলে এটা চীনের একটি বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। কিভাবে বৃদ্ধবৃদ্ধার স্বার্থ ও অধিকার নিশ্চিত করে, তাদের সুখী জীবন দেয়া যায়। এ বিষয় চীন সরকারসহ সমাজের বিভিন্ন মহলের দৃষ্টি আকর্ষণ করেছে। সাম্প্রতিক বছরগুলোতে চীন বৃদ্ধবৃদ্ধাদের কল্যাণমূলক নিশ্চয়তাবিধান ক্ষেত্রে নিরন্তরভাবে সমর্থনের মাত্রা জোরদার করে আসছে। ১৯ ডিসেম্বর সমাজ দর্পণ আসরে শি চিং উ আপনাদের মধ্য চীনের আনহুই প্রদেশের হোফেই শহরের তাইয়ু নগরে নিয়ে যাবেন। আপনারা সেখানকার বৃদ্ধবৃদ্ধাদের জীবন সম্পর্কে কিছু ধারণা পাবেন।

    সারা জাতি উত্তর-পশ্চিম চীনের ছিংহাই প্রদেশে বসবাস করে। তারা ইসলাম ধর্মাবলম্বী। সারা জাতির মানুষ হান শাও আন(韩绍安) পেইচিংয়ের উপকন্ঠের শিচিংসান (石景山) জেলায় অবস্থিত চক্ষু হাসপাতালের পাশে একটি খাশির শিস্ কাবাব রেস্তোরাঁ খুলেছেন। হান শাও আন পরিবার পরিজনের সুখী জীবনের জন্য প্রচেষ্টা চালাচ্ছেন। তারা নিজের ব্যবসাকে আরো সম্প্রসারিত করতে চান। তাদের একটি ইচ্ছা আছে। আয় করার পর তারা তাদের বাবা মাকে মক্কায় হজ্ব করতে পাঠাবেন। তারপর তারা নিজেরাও মক্কায় হজ্ব পালন করবেন। ১৯ ডিসেম্বর ওরা অনন্য আসরে শুনুন সালা জাতির যুবক হান শাও আন ও তাঁর কাবাব রেস্তোরাঁর কাহিনী।

    উত্তর-পশ্চিম চীনের ছিংহাই প্রদেশে অবস্থিত ছিংহাই হ্রদ একটি মণির মতো সুন্দরভাবে বিস্তৃত তৃণভূমিতে খচিত আছে। ছিংহাই হ্রদের আয়তন ৪৩০০ বর্গকিলোমিটার। এটা হচ্ছে চীনের বৃহত্তম অন্তর্দেশীয় লবণ জল হ্রদ এবং গুরুত্বপূর্ণ জলাভূমি। বৈশিষ্ট ভৌগলিক ও জলবায়ু পরিবেশের কারণে প্রতি বছর হাজার হাজার ভ্রমণশীল পাখি হ্রদের মাঝখানের পাখি দ্বীপে আসে। ফলে ছিংহাই হ্রদ চীনের একটি বিখ্যাত দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। মে ও জুন মাসে পাখি দ্বীপে ১ লাখ ৬০ হাজারেরও বেশি পাখি থাকে। বন্ধুরা, ২০ ডিসেম্বর চলুন বেড়িয়ে আসি আসরে আপনারা এই পাখি দ্বীপের বিস্ময়কর দৃশ্য উপভোগ করতে পারবেন।

     এখন আপনারা ফ্রান্সের বিখ্যাত সুরকার ক্লাউদ দেবুসির "চাঁদের দীপ্তি" শুনছেন। চাঁদ প্রাচীনকাল থেকে মানবজাতির অবিচ্ছেদ সঙ্গী। অনেকে মনে করেন, চাঁদ হচ্ছে দেবতা ও সৌন্দর্যের প্রতীক। অনেক বিখ্যাত সুরকার ও শিল্পী চাঁদের প্রতি অতুলনীয় অনুভুতি রয়েছে। তাঁরা চাঁদের প্রতি নিজের অনুভুতিকে এক একটি চমত্কার সংগীতে পরিণত করেছেন। ২২ ডিসেম্বর সুরের ভুবন আসরে আমি চাঁদ সম্পর্কে চীনে ও বিদেশের কয়েক প্রতিনিধিত্ব গান ও সংগীত শোনাবো। আপনারা তা শুনতে ভুলবেন না।

    বন্ধুরা, তা ছাড়া প্রতি দিন আরো রয়েছে খবর এবং অন্যান্য নিয়মিত অনুষ্ঠান। সময় মত সি আর আই এর বাংলা অনুষ্ঠানগুলো শোনার জন্য আগে থেকেই আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি।