১৯৮৭ সাল থেকে এ পর্যন্ত লিয়াও নিং প্রদেশের গ্রামাঞ্চলে মোট ৯২৯২টি সুপেয় পানীর কল স্থাপন করেছে। ফলে ৮৪ লাখ ৯০ হাজার কৃষকদের সুপেয় পানীর সমস্যা নিরসন হয়েছে। এর মধ্যে প্রায় ৭৬ লাখ ৩০ হাজার লোক যার যার পরিবারে এখন প্রয়োজনীয় পানি ব্যবহার করতে পারেন। কলের পানির গ্রাহকদের অনুপাত ৩২ শতাংশ ছাড়িয়ে গেছে। সম্প্রতি লিও নিং প্রদেশের সরকারী দপ্তর থেকে এ তথ্য পাওয়া গেছে।
লিয়াও নিং প্রদেশের উপ-গভর্ণর হু সিওহুয়া জানিয়েছেন, আগামী দু'বছরের মধ্যে আরো ৪০ কোটি ইউয়ান রেনমিনপি এ ক্ষেত্রে বরাদ্দ করবে এবং লিয়াও নিং-এর উত্তর-পশ্চিমাঞ্চলের ১৫ লাখ ৭০ হাজার গ্রামীণ লোকের সুপেয় পানীর সমস্যা নিরসন করবে। তখন সারা প্রদেশের এক কোটি গ্রামবাসীর সুপেয় পানীর সমস্যা সমাধান করা সম্ভব হবে। (লিলি)
|