v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-12-06 19:49:11    
চীন আন্তর্জাতিক বেতারের প্রথমবেতার কনফুসিয়াস ইনস্টিটিউট

cri

    চীনে প্রথমবেতার কনফুসিয়াস ইনস্টিটিউট ৬ ডিসেম্বর চীন আন্তর্জাতিক বেতারে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে । চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ছেন চিলি ইনস্টিটিউট উদ্বোধন করেন। এর পর থেকে বিদেশের শ্রোতারা বেতার এবং ইন্টারনেটের মাধ্যমেবেতার কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা ভাষা শেখার আসর শুনতে পারবেন ।

চীন আন্তর্জাতিক বেতার এবং কনফুসিয়াস ইনস্টিটিউটের সদর দপ্তরের যৌথ উদ্যোগে এই বেতার কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে । চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ছেন চিলি ৬ ডিসেম্বর এর উদ্বোধন করেন।

     জানা গেছে , বেতার কন্ফুসিয়াস ক্লাসরুম, বেতার এবং ইন্টারনেটের মাধ্যমে বেতার কন্ফুসিয়াস ইনস্টিটিউট একই পাঠ্যপুস্তক অনুসারে ৩৮টি বিদেশী ভাষায় বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষকে হান ভাষা শেখাবে এবং চীনা সংস্কৃতি সম্প্রচার করবে ।

    উদ্বোধনী অনুষ্ঠানে চীন আন্তর্জাতিক বেতারের মহা পরিচালক ওয়াং গেননিয়েন বলেন ,চীন আন্তর্জাতিক বেতারের বিদেশীদেরকে হান ভাষা শেখানোর অভিজ্ঞতা আছে । এখন বেতারের ৩৮টি বিদেশী ভাষা বিভাগের হান ভাষা শেখানোর অনুষ্ঠান কোটি কোটি মানুষের হান ভাষা শেখার চাহিদা মেটাবে । তিনি বলেন , বিগত কয়েক বছরে চীন আন্তর্জাতিক বেতার প্রগতিশীল সম্প্রচারের পদ্ধতি ব্যবহার করে বিদেশী শ্রোতাদের যার যার মাতৃভাষার মাধ্যমে , ইন্টারনেটের মাধ্যমে , নতুন মিডিয়াম এবং ৫ মহাদেশে ছড়িয়ে পড়া শ্রোতাসংঘের মাধ্যমে হান ভাষা শেখার প্রস্তাব দিয়ে আসছে । নিঃসন্দেহে বেতার কন্ফুসিয়াস ইনস্টিটিউটের প্রতিষ্ঠা চীন আন্তর্জাতিক বেতারের হান ভাষা শেখার কাজ এবং চীন ও বিদেশী সংস্কৃতির বিনিময় তরান্বিত করবে ।

    বর্তমান বিশ্বে চীন আন্তর্জাতিক বেতারের প্রায় ৩০০০ শ্রোতাসংঘ আছে ।কেনিয়ার নাইরোবি বেতার কন্ফুসিয়াস ক্লাসরুম, জাপান, রাশিয়া ও মংগোলিয়ার বেতার কন্ফুসিয়াস ক্লাসরুমসহ মোট ১০টি বেতার কন্ফুসিয়াস ক্লাসরুম প্রতিষ্ঠিত হয়েছে ।

    চীনের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উপমন্ত্রী চাং সিনশেং , চীনের জাতীয় বেতার চলচ্চিত্র ও টেলিভিশন প্রশাসনের উপ মহাপরিচালক হু চানফান এবং চীনে ১৪টি দেশের কুটনীতিবিদ , কন্ফুসিয়াস ক্লাসরুমের বিশেষ প্রতিনিধিরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । উপমন্ত্রী চাং সিনশেং বলেন , এখন প্রায় ২০০টি কন্ফুসিয়াস ইনস্টিটিউট বিশ্বের ৬০টিরও বেশি দেশ ও অঞ্চলে চালু রয়েছে । কিন্তু বিশ্বে একশ নব্বইটিরও বেশি দেশ আছে । অনেক দেশের অজস্রমানুষের হান ভাষা শেখা দরকার । চীনকে জানা দরকার । বেতার কন্ফুসিয়াস ইনস্টিটিউটের প্রতিষ্ঠা আকাশে একটি মৈত্রী সেতু হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের জনগণের হান ভাষা শেখার চাহিদা পূরণ করবে ।

    হান ভাষা বিদেশে সম্প্রচার বিষয়ক চীনের জাতীয় নেতৃগ্রুপের কার্যালয়ের প্রধান মাদাম স্যু লিন মনে করেন ,বেতার কন্ফুসিয়াস ইনস্টিটিউট কার্যকরভাবেকন্ফুসিয়াস ইনস্টিটিউটেরহান ভাষা শেখানোর দুর্বলতা দূর করবে । তিনি বলেন , হান ভাষা সম্প্রসারিত করার ক্ষেত্রে কন্ফুসিয়াস ইনস্টিটিউটের চেয়ে বেতার কন্ফুসিয়াস ইনস্টিটিউটের ভূমিকা অনেক বেশি হবে । বেতার কন্ফুসিয়াস ইনস্টিটিউট হান ভাষা শিখতে আগ্রহী সকলের বিশেষ সুবিধা সৃষ্টি করেছে ।

    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দেশের দূতরা বেতার কন্ফুসিয়াস ইনস্টিটিউটের প্রতিষ্ঠার প্রশংসা করেছেন । লাওসের রাষ্ট্রদূত ভিচিত সিন্দাভোং বলেন ,বিশ্বের বিভিন্ন দেশের শ্রোতাদের কাছে চীনের ভাষা সংস্কৃতি সম্প্রচারের ব্যাপারে চীন আন্তর্জাতিক বেতার যে প্রচেষ্টা চালিয়েছে আমরা তার প্রশংসা করি । বেতার কন্ফুসিয়াস ইনস্টিটিউট লাওসের শ্রোতাদের জন্য আরও বেশি , আরও নতুন ও আরও ভাল হান ভাষা শেখার অনুষ্ঠান উপহার দেবে এবং চীনের ভাষা সংস্কৃতি জানতে আগ্রহী লাওসের শ্রোতাদের আরও ভাল শেখার সুযোগ দেবে বলে আমি আশা করি ।

    পরবর্তী ৫ বছরে আন্তর্জাতিক বেতারের কয়েক হাজার শ্রোতাসংঘের উপর নির্ভর করে বেতার কন্ফুসিয়াস ইনস্টিটিউটশিখার্থীর সংখ্যা ২ কোটিতে উন্নীত করবে । ---চুং শাওলি