৬ ডিসেম্বর ৩৮টি বিদেশী ভাষায় বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষকে হান ভাষা শিখতে সাহায্য করার জন্য চীন আন্তর্জাতিক বেতারের প্রথম বেতার কনফুসিয়াস ইনস্টিটিউট পেইচিংয়ে চালু হয়েছে। চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ছেন চিলি এর উদ্বোধন করেন।
চীন আন্তর্জাতিক বেতার এবং কনফুসিয়াস ইনস্টিটিউটের সদর দপ্তরের যৌথ উদ্যোগে এই বেতার কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে । বেতার ও ইন্টারনেটের মাধ্যমে বেতার কনফুসিয়াস ইনস্টিটিউট একই পাঠ্যপুস্তক অনুসারে ৩৮টি বিদেশী ভাষায় বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষকে হান ভাষা শেখার অনুষ্ঠান প্রচার করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে চীন আন্তর্জাতিক বেতারের মহা পরিচালক ওয়াং কেং নিয়ান বলেন , বেতার কনফুসিয়াস ইনস্টিটিউটের প্রতিষ্ঠা কোটি কোটি বিদেশীর হান ভাষা শেখার চাহিদা মেটাবে এবং চীন আন্তর্জাতিক বেতারের হান ভাষা শেখানোর কাজ এবং চীন - বিদেশী সংস্কৃতির বিনিময় তরান্বিত করবে । (লিলু)
|