দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র উভয়ই মনে করে, উত্তর কোরিয়ার পরমাণু পরিকল্পনা পরিত্যাগের প্রতিশ্রুতি কার্যকরভাবে মেনে চলা তাদের জন্য সবচে' গুরুত্বপূর্ণ ব্যাপার। ৫ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার ছোং ওয়া দায়ে প্রেসিডেন্ট ভবনের একীকরণ , পররাষ্ট্র ও নিরাপত্তা সুরক্ষা নীতি কার্যালয়ের প্রধান বায়েক জুং ছুন যুক্তরাষ্ট্র সফর শেষে সিউলে ফিরে এ কথা জানান।
তিনি বলেন, সফরকালে তার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিত্সা রাইস ও প্রেসিডেন্টের রাষ্ট্রীয় নিরাপত্তাবিষয়ক সহকারী স্টিফেন হ্যাডলি বৈঠক করেন। দু'পক্ষ একমত হয়েছে যে, উত্তর কোরিয়া তার পরমাণু স্থাপনা অকেজোকরণ এবং পরমাণু পরিকল্পনা ও স্থাপনা এবং জ্বালানি সম্পদ সম্পর্কে বাস্তবভিত্তিক আবেদন করার পর, সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ এতে সন্তুষ্ট হলে আগামী পর্যায়ের কাজকর্ম শুরু করতে পারবে।
এদিন ছুং ওয়া দায়ে প্রেসিডেন্ট ভবনের মুখপাত্র ছেং হো সিং এক সংবাদ সম্মেলনে বলেন, বায়েক জুং ছুন এবং রাইস উভয়েই মনে করেন যে, উত্তর কোরিয়া তার পরমাণু পরিকল্পনা ও স্থাপনা এবং জ্বালানি সম্পদ সম্পর্কে বাস্তবভিত্তিক আবেদন করবে কিনা, তা খুবই গুরুত্বপূর্ণ।--ওয়াং হাইমান
|