গত এক বছর ধরে চীনের তিব্বতের আবহাওয়া বিভাগের প্রচেষ্টায় " বৃষ্টিপাতের পরিমাণ যাচাই ব্যবস্থা" ও " পাহাড় ধস ঠেকাতে পূর্বভাসব্যবস্থা" স্থাপিত হয়েছে।
তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের আবহাওয়া বিভাগের একজন কর্মকর্তা জানান, সম্প্রতি উল্লেখিত এ দু'টি ব্যবস্থা রাষ্ট্রীয় আবহাওয়া সংস্থার বিশেষজ্ঞ গ্রুপের পরীক্ষা-নিরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এর ফলে তিব্বত অঞ্চলে প্রথম বারের মতো ২৪ ঘন্টার মধ্যে ভূমি বা পাহাড় ধসের পূর্বসর্তকতা ব্যবস্থাচালু হলো। বেতার, টেলিভিশন ও মোবাইলফোনের মেসেজ সহ নানা মাধ্যমে সংশ্লিষ্ট পূর্বাভাসসবাইকে জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, ভূমি বা পাহাড় ধস হচ্ছে তিব্বতের প্রধান ভুভাত্বিকদুর্যোগগুলোর অন্যতম । ভূমি ধসের কারণে সেখানকার যোগাযোগ ব্যবস্থামাঝেমাঝে বিছিন্ন হয়ে পড়ে।
|