চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ৬ ডিসেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, বহু বছর ধরে চীন সরকার আফ্রিকার দেশগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতাকে গুরুত্ব দিয়ে আসছে। চীন পরস্পরের প্রতি সম্মান এবং পারস্পরিক কল্যাণ ও সুবিধার নীতি অনুযায়ী, আফ্রিকা দেশগুলোসহ বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও অভিন্ন উন্নয়নের জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, সম্প্রতি ইউরোপ ও আমেরিকার কিছু দেশ আফ্রিকার দেশগুলোতে পুঁজি বিনিয়োগ সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। চীন একে স্বাগত জানিয়েছে। চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতা জোরদার করতে আগ্রহী, যাতে আফ্রিকার দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নে সাহায্য করা যায়।(লিলু)
|