চীন-মার্কিন কৌশলগত অর্থনৈতিক সংলাপ শুরু হওয়ার এক বছরে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। " গঠনমূলক " যোগাযোগ চ্যানেল স্থাপনের ফলে দু'দেশের সম্পর্ক আরও স্থিতিশীল ও মজবুত হয়েছে। ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের এশিয়ান সমিতিতে ভাষণ দেওয়ার সময় যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রী হেনরি এম পলসন এ কথা বলেছেন। তিনি বলেন, কৌশলগত অর্থনৈতিক সংলাপের মাধ্যমে দু'দেশের মধ্যে অনেক " বাস্তব ও গুরুত্বপূর্ণ সাফল্য" অর্জিত হয়েছে। এর মধ্যে অত্যতম হচ্ছে বিমান পরিবহণ চুক্তি স্বাক্ষর। তা ছাড়া, জ্বালানী সম্পদ নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণ সহ বিভিন্ন বিষয়ে দু'দেশের মধ্যে সহযোগিতা জোরদার হবে।
উল্লেখ্য , চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, তৃতীয় কৌশলগত অর্থনৈতিক সংলাপ আগামী ১২ থেকে ১৩ ডিসেম্বর পযর্ন্ত পেইচিংএ অনুষ্ঠিত হবে।
|