৬ ডিসেম্বর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং পেইচিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী ও ছ'পক্ষীয় বৈঠকে চীনা প্রতিনিধি দলের নেতা উ তাওয়েই এদিন সকালে সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও ছ'পক্ষীয় বৈঠকের মার্কিন প্রতিনিধি দলের নেতা ক্রিস্টোফার হিলের সঙ্গে সাক্ষাত্ করেছেন ।দু'পক্ষ ছ'পক্ষীয় বৈঠকের বর্তমান পরিস্থিতি এবং আগামী পর্যায়ের কাজ নিয়ে মত বিনিময় করেছেন ।
ছিন কাং বলেন, উত্তর কোরিয়া সফরকালে ক্রিস্টোফার হিলের সংশ্লিষ্ট মতামত চীন মনোযোগ দিয়ে শুনেছে । চীন আশা করে, ছ'পক্ষীয় বৈঠকের বিভিন্ন পক্ষ সহযোগিতা ও পরামর্শ অব্যাহত রাখবে । যাতে কোরীয় উপদ্বীপ পরমাণু মুক্তকরণের বিভিন্ন কাজ সময়মত সামনে এগিয়ে নেয়া যায় ।
ছ'পক্ষীয় বৈঠকের নেতাদের সম্মেলনের তারিখ প্রসঙ্গে ছিন কাং বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলো যোগাযোগ ও সমন্বয় করছে ।
(ছাও ইয়ান হুয়া)
|