ইউরোপীয় ইউনিয়নের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত মার্ক ওট্টে ৫ ডিসেম্বর সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি ফিলিস্তিন ও ইসরাইলের শান্তি আলোচনায় সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন। যাতে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার সাফল্য ত্বরান্বিত হয়।
এদিন ওট্টে মিসরের টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, বিভিন্ন পক্ষের অ্যানাপোলিসে মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলনের পর ফিলিস্তিন ও ইসরাইলের শান্তি আলোচনাকে সমর্থন করা উচিত, যাতে একটি স্থিতিশীল ফিলিস্তিন দেশ গড়ে তোলা যায়।
তিনি বলেছেন, অ্যানাপোলিস সম্মেলন মোটামুটি সফল। এবারের সম্মেলনের লক্ষ্য ছিল শান্তি আলোচনা আবার শুরু করা।(লিলু)
|