চীনের জাতীয় বন ব্যুরো সূত্র থেকে জানা গেছে , বর্তমানে চীনের মরুকরণ প্রবণতা মোটামুটি নিয়ন্ত্রণে আনা হয়েছে ।
চীনের জাতীয় বন ব্যুরোর একজন কর্মকর্তা জানিয়েছেন , পৃথিবীতে যেসব দেশে মরুকরণের প্রকোপ সবচেয়ে বেশি , চীন সেসব দেশের অন্যতম । এখন চীনে মরুকৃত ভূমির আয়তন ২৬ লাখ বর্গকিলোমিটারে দাঁড়িয়েছে । প্রতিবছর মরুকরণের কারণে চীনে সরাসরি ডজন খানেক বিলিয়ান ইউয়ান সমমূল্যের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে । পাশাপাশি এটি চীনের প্রাকৃতিক নিরাপত্তা এবং অর্থনীতি ও সমাজের টেকসই উন্নয়নকে বিপন্ন করে তুলেছে ।
এ কর্মকর্তা আরো বলেন , চীন সরকার সবসময় মরুকরণ প্রতিরোধের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে আসছে । বিশেষ করে গত কয়েক বছরে চীন সরকার মরুকরণ প্রতিরোধের জন্যে গাছ লাগানো এবং জল ও মাটি ঠিক রাখাসহ নানা ধরণের পদক্ষেপ নিয়েছে । তাছাড়া চীন সরকার এ সম্পর্কিত কিছু আইন-বিধিও প্রণয়ন ও জারি করেছে । ফলে চীনে মরুকৃত ভূমির আয়তন এখন বছরের পর বছর কমে আসছে ।
|