৬ ডিসেম্বর জাতিসংঘ খাদ্যশস্য ও কৃষি সংস্থার জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃবিভাগ কর্মগ্রুপের চেয়ারম্যান উল্ফ কিলমান ইন্দোনেশিয়ার বালি দ্বীপে বলেন, জলবায়ু পরিবর্তন সম্মেলনে অংশগ্রহণকারীদের প্রণীত 'বালি দ্বীপ রোডম্যাপের'ব্যাপারে তিনি আশাবাদী ।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন সমস্যা মানবজাতির মনোযোগ আকর্ষণ করেছে । জাতিসংঘ আন্তঃসরকার জলবায়ু পরিবর্তন বিশেষ কমিটিসহ নানা গবেষণা সংস্থার জলবায়ু পরিবর্তন বিশ্লেষণ এবং অর্থনীতির ওপর তার প্রভাব নিয়ে গবেষণা করার পর তিনি এবারের সম্মেলনের ভবিষ্যত এবং 'বালি দ্বীপ রোডম্যাপ' প্রণয়নের ব্যাপারে আশাবাদ প্রকাশ করেন ।
২০০৭সালে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের প্রধান প্রতিপাদ্য হল 'বালি দ্বীপ রোডম্যাপ নিয়ে আলোচনা করা ,যা 'কিয়োটো প্রটোকলের' প্রতিশ্রুতির দ্বিতীয় মেয়াদের আলোচনার প্রক্রিয়ার জন্যে দিক নির্দেশনা দেবে ।
(ছাও ইয়ান হুয়া)
|