v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-12-06 15:59:57    
ক্রিস্টোফার হিলের দ্বিতীয় দফা উত্তর কোরিয়া সফর শেষ

cri
    তিন দিনব্যাপী উত্তর কোরিয়া সফর শেষে ৫ ডিসেম্বর মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠকের মার্কিন প্রতিনিধি দলের নেতা ক্রিস্টোফার হিল চীন সফরের উদ্দেশে পেইচিং পৌঁছেছেন। জুন মাসের পর ক্রিস্টোফার হিলের এটা দ্বিতীয় দফা উত্তর কোরিয়া সফর। তার সফরের সময় অনুষ্ঠিত বৈঠক নিয়ে উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্র উভয়েই সন্তোষ প্রকাশ করেছে।

    বৈঠকে দু'পক্ষের মধ্যে সমন্বয়ের মাধ্যমে চলতি বছরের মধ্যে নির্ধারিত লক্ষ্য বাস্তবায়ন এবং পরবর্তী করনীয় নির্ধারণের উপায় নিয়ে আলোচনা হয়েছে। পরমাণু পরিকল্পনার আবেদন সম্পর্কে হিল বলেন, বর্তমানে উত্তর কোরিয়া পুরোপুরিভাবে আবেদনের প্রস্তুতি নিচ্ছে। তিনি বিশ্বাস করেন, উত্তর কোরিয়া অভিন্ন দলিলপত্রে নির্ধারিত সময়সীমার আগে আবেদন করতে পারবে। তিনি আরো বলেন, নভেম্বর মাসের প্রথম দিকে শুরু হওয়া উত্তর কোরিয়ার পরমাণু স্থাপনার নিষ্ক্রিয়করণ কাজ বর্তমানে পরিকল্পনা অনুযায়ী সুষ্ঠুভাবে চলছে। মার্কিন বিশেষজ্ঞরা মনে করেন, উত্তর কোরিয়া নিষ্ক্রিয়করণ কাজের জন্য ভালোভাবে সযোগিতা করেছে। হিল বলেন, যুক্তরাষ্ট্র আশা করে, আগামী বছরের শেষ নাগাদ উত্তর কোরিয়া তার পরমাণু স্থাপনা পরিত্যাগের কাজ শেষ করতে পারবে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিক ব্যুরোর মহা-পরিচালক বলেন, দু'পক্ষ বৈঠকে পরবর্তী পর্যায়ের কাজ নিয়ে আলোচনা করেছে এবং বৈঠক ফলপ্রসূ।

    চলতি বছরের মধ্যে উত্তর কোরিয়া সত্যিসত্যি তার পরমাণু পরিকল্পনার আবেদন করবে কিনা সেদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি। উত্তর কোরিয়ার পরমাণু পরিকল্পনা আবেদনের সমস্যা প্রসঙ্গে ৫ ডিসেম্বর হিল বলেন, তিনি উত্তর কোরিয়ার কাছে আবেদনের জন্য কিছু মৌলিক বিষয় উত্থাপন করেছেন। উত্তর কোরিয়া কিভাবে আবেদন করবে যুক্তরাষ্ট্র তার উপর সজাগ দৃষ্টি রাখছে। তিনি জোর দিয়ে বলেন, উত্তর কোরিয়ার আবেদন পূর্ণাঙ্গ ও সার্বিক হওয়া উচিত। আসলে এর মধ্যে সকল পরমাণু পরিকল্পনা, উপকরণ এবং স্থাপনার উল্লেখ থাকা উচিত। পরমাণু অস্ত্রশস্ত্র তৈরীর জন্য উত্তর কোরিয়া কি পরিমাণ প্লুটোনিয়াম আছে এবং তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম প্রকল্প আছে কিনা সে দিকেও যুক্তরাষ্ট্র খেয়াল রাখছে। যুক্তরাষ্ট্র মনে করে, উত্তর কোরিয়ার কমপক্ষে ৫০ কেজি প্লুটোনিয়াম এবং গোপন সমৃদ্ধ ইউরেনিয়াম প্রকল্প আছে। কিন্তু উত্তর কোরিয়া তার কাছে থাকা প্লুটোনিয়ামের পরিমাণ কখনও বলেননি এবং সমৃদ্ধ ইউরেনিয়াম প্রকল্প চালানোর কথা অস্বীকার করে এসেছে। উত্তর কোরিয়া দাবি করেছে, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সমৃদ্ধ ইউরেনিয়াম প্রকল্প প্রমাণ দিতে পারলে উত্তর কোরিয়া তার আবেদনের প্রক্রিয়ায় এ প্রসঙ্গে ব্যাখ্যা দেবে।

    বর্তমানে উত্তর কোরিয়া তার আবেদনের প্রক্রিয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের অবস্থান ও কার্যক্রমের উপর সতর্ক দৃষ্টি রাখছে। পরমাণু স্থাপনা নিষ্ক্রিয়করণের কাজ শেষ করে পুরোপুরিভাবে পরমাণু পরিকল্পনা আবেদন করার পর সন্ত্রাস সমর্থক দেশগুলোর তালিকা থেকে উত্তর কোরিয়ার নাম বাদ দেয়া হবে কিনা সে নিয়েই উত্তর কোরিয়ার এখন চিন্তিত। যে কারণে উত্তর কোরিয়া পরমাণু ত্যাগের গুরুত্বপূর্ণ পর্যায় অতিক্রম করছে। পরবর্তীকালে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রশস্ত্র নির্মূল করার সঙ্গেও এই পর্যায়টি সম্পর্কিত। যুক্তরাষ্ট্র আশা করে, আগামী বছরের মধ্যে এই পর্যায়ের কাজ শেষ হবে। উত্তর কোরিয়ার আবেদন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবির মধ্যে অনেকবেশি ব্যবধান রয়েছে এবং তারা যদি গোপন সমৃদ্ধ ইউরেনিয়াম প্রকল্প নেই বলে একাট্টা থাকে তাহলে ছ'পক্ষীয় বৈঠকে এর নেতিবাচক প্রভাব পড়বে। এ ছাড়াও, "৪ অক্টোবর" অব্যাহতভাবে অভিন্ন দলিলপত্র কার্যকরের পথে হুমকি তৈরী হবে। ফলে যুক্তরাষ্ট্রের রক্ষণশীল অংশটি উত্তর কোরিয়ার ব্যাপারে আরো কঠোর অবস্থান নিতে পারে। তাই এ পর্যায়ে যার যার প্রতিশ্রুতি বাস্তবায়ন খুবই গুরুত্বপূর্ণ। (লিলি)