৫ ডিসেম্বর চীনের কৃষি মন্ত্রণালয়ের পরিসংখ্যানে জানা গেছে, চীনে ৩ কোটি ৮০ লাখেরও বেশি গ্রামীণ পরিবার বিশেষ কৃষক সহযোগিতা সংস্থায় অংশ নিয়েছে।
বর্তমানে চীনে দেড় লাখেরও বেশি বিশেষ কৃষক সহযোগিতা সংস্থার শাখা চালু আছে। এ সব সহযোগিতা সংস্থা সদস্যদের জন্য কৃষি উত্পাদন সরঞ্জাম ক্রয়, কৃষি পণ্য বিক্রিসহ সদস্যদের বিভিন্ন ধরনের প্রযুক্তিগত প্রশিক্ষণ দিয়ে থাকে।
জানা গেছে, গত বছর চীনে বিশেষ কৃষক সহযোগিতা সংস্থা ৩২ বিলিয়ন ইউয়ান রেনমিনবিরও বেশি লাভ করেছে। সংস্থার সদস্য কৃষকদের আয় অন্য কৃষকদের চেয়ে গড়ে ২০ শতাংশ বেশি। (খোং চিয়া চিয়া)
|