৫ ডিসেম্বর মধ্য উত্তর শ্রীলংকার আনুরাধাপুরা এলাকায় স্থল মাইন হামলায় একটি যাত্রীবাহী বাস উড়ে গেছে। এতে কমপক্ষে ১৫জন নিহত এবং ২৩জন আহত হয়েছে।
শ্রীলংকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, বিদ্রোহী এল টি টি ই'র এ হামলার দায় দায়িত্ব স্বীকার করা উচিত।
এবারের স্থল মাইন হামলাটি শ্রীলংকার রাজধানী কলোম্বোয় ধারাবাহিক বিস্ফোরণের ঘটনার এক সপ্তাহের পর ঘটলো। ২৯ নভেম্বর কলোম্বোতে সংঘটিত দুটি বোমা বিস্ফোরণে ২২ জন নিহত এবং প্রায় ৪০জন আহত হয়। পরে শ্রীলংকা সরকার রাজধানী ও নিকটবর্তী এলাকায় ব্যাপক তল্লাশী অভিযান চালিয়ে ২ হাজার ৫শ'রও বেশি লোককে আটক করে, যার মধ্যে অধিকাংশই তামিল। (খোং চিয়া চিয়া)
|