"জাতিসংঘ জলবায়ু পরিবর্তন কাঠামো কনভেশন" এর সচিবালয়ের নির্বাহী সচিব ইভো দে বোয়ের ৫ ডিসেম্বর বলেছেন, এ বছর "জলবায়ু পরিবর্তন মোকাবেলায় চীন রাষ্ট্রীয় প্রস্তাব" ঘোষণা করেছে। চীনসহ উন্নয়নশীল দেশগুলো বাস্তব কার্যক্রমের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবেলার দায়িত্ব পালন করছে।
ইন্দোনেশিয়ার বালি দ্বীপে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনে উপস্থিত বোয়ের সাক্ষাত্কার দেয়ার সময় বলেন, "জলবায়ু পরিবর্তন মোকাবেলায় চীনের রাষ্ট্রীয় প্রস্তাবে" ব্যাপকভিত্তিক ও গভীর বিষয়বস্তু অন্তর্ভুক্ত রয়েছে। চীন বিশ্বের কাছে জলবায়ু পরিবর্তন সমস্যা মোকাবেলায় নিজের তত্পরতা প্রমাণ করেছে।
বোয়ের বলেন, চীন ছাড়া, মেক্সিকো, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নিজ নিজ রাষ্ট্রীয় কৌশল প্রণয়ন করছে। আমরা দেখতে পাচ্ছি, উন্নয়নশীল দেশগুলো জলবায়ু পরিবর্তনের সমস্যা মোকাবেলায় বেশি বেশি পদক্ষেপ নিচ্ছে এবং নিজ নিজ দায়িত্ব পালন করছে।
বোয়ের উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা সংক্রান্ত আলোচনা এগিয়ে নেওয়া সহজ কাজ নয়। উন্নয়নশীল দেশগুলো আর শিল্পোন্নত দেশগুলোর মধ্যকার সংলাপ জোরদার করা উচিত। (ইয়ু কুয়াং ইউয়ে)
|