৫ ডিসেম্বর জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ কাঠামো কনভেশন সচিবালয়ের নির্বাহী সচিব ইভো দে বোয়ের বলেন, জলবায়ু পরিবর্তন সমস্যায় চীন সরকারের মতামত আন্তর্জাতিক সম্প্রদায়েরমতের প্রতিফলন।
ইন্দোনেশিয়ার বালি দ্বীপে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে অংশগ্রহণকারী ইভো দে বোয়ের সংবাদদাতাদের জানান, জলবায়ু পরিবর্তন মোকাবেলার ইস্যুতে চীন সরকার 'জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ কাঠামো কনভেশনের' গুরুত্বের প্রতি সমর্থন দেওয়া, সহযোগিতার মাধ্যমে সমস্যা মোকাবেলা করা, বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবন ও টেকসই উন্নয়ন বজায় রাখার পক্ষে মতামত পেশ করেছে ।এতে আন্তর্জাতিক সম্প্রদায়ের মতামত ব্যাপকভাবে প্রতিফলিত হয়েছে ।
তিনি বলেন, কার্যকর আন্তর্জাতিক সহযোগিতামূলক ব্যবস্থা প্রণয়ন , উন্নয়নশীল দেশগুলোকে বিশুদ্ধ জ্বালানী সম্পদ প্রযুক্তি কিনতে সামর্থ্য বাড়াতে সহায়তা করা এবং টেকসই উন্নয়ন বাস্তবায়ন করা উচিত ।এটাই হল উন্নয়নশীল দেশগুলোরকাম্য ।
তিনি আরও বলেন, পেইচিং সবুজ অলিম্পিক গেমসের আয়োজন বিভিন্ন দেশের জন্য ভালো দৃষ্টান্তে পরিণত হবে ।
(ছাও ইয়ান হুয়া)
|