নিখিল চীন জাতীয় সাধারণ ট্রেড ইউনিয়নের আইন বিভাগের পরিচালক লিউ চি চেন ৫ ডিসেম্বর পেইচিংয়ে বলেছেন, বিভিন্ন শ্রেণীর ট্রেড ইউনিয়নের 'শ্রম চুক্তি আইন' এগিয়ে যাওয়ার ঘটনা সময় মতো চিহ্নিত ও দমন করতে হবে।
এ দিন অনুষ্ঠিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে লিউ চি চেন বলেন, চীনের "শ্রম চুক্তি আইন" আগামী বছরের ১ জানুয়ারী থেকে কার্যকর হবে। এই আইনে কর্মী নিয়োগ সংস্থার দায়িত্ব, শ্রম চুক্তি স্বাক্ষরের ধরনসহ নানা বিষয়কে নিয়মের আওতায় আনা হয়েছে। কিন্তু সাধারণ ট্রেড ইউনিয়ন তদন্ত করে জানতে পেরেছে যে, সম্প্রতি চীনের কতিপয় সংস্থা 'শ্রম চুক্তি আইনকে' পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছে।
লিউ চি চেন বিভিন্ন শ্রেণীর ট্রেড ইউনিয়নকে কর্মচারীদেরকে 'শ্রম চুক্তি আইন' শেখানোর আদেশ দিয়েছেন। যাতে তারা আইনের মাধ্যমে নিজের স্বার্থ ও অধিকার রক্ষা করতে পারে। তা ছাড়া, বিভিন্ন শ্রেণীর ট্রেড ইউনিয়ন কর্মচারীদের শ্রম চুক্তি স্বাক্ষরের সময় সাহায্য দেয়া এবং শ্রম চুক্তি কার্যকরের অবস্থা তদারক ও পরীক্ষা করার আদেশও দিয়েছেন তিনি। (ইয়ু কুয়াং ইউয়ে)
|