৪ ডিসেম্বর পেইচিংয়ে চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর স্থায়ী সদস্য চৌ ইয়োং খাং সফররত মিসরের আইন মন্ত্রী মোহিয়েদ্দিন মারাইয়ের সঙ্গে সাক্ষাতকালে চীন ও মিসরের কৌশলগত সহযোগিতা আরো উচ্চ পর্যায়ে উন্নীত করার ব্যাপারে আশা প্রকাশ করেছেন।
চৌ ইয়োং খাং চীন ও মিসরের সম্পর্ক উচ্চ মূল্যান করে বলেছেন, চীন মিসরের সঙ্গে যৌথ প্রচেষ্টার মাধ্যমে পরস্পরের কাছ থেকে শিক্ষা গ্রহণ এবং দু'দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা অব্যাহতভাবে গভীর করতে আগ্রহী। তিনি দু'দেশের স্বাক্ষরিত "বিনিময় ও সহযোগিতা" সংক্রান্ত সমঝোতা স্মারকে সন্তোষ প্রকাশ করেছেন।
মারাই বলেছেন, মিসর চীনের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা অব্যাহতভাবে জোরদার করতে আগ্রহী।(লিলু)
|