চীন ও ভারতের দ্বিতীয় অর্থনৈতিক সংলাপ ৪ ডিসেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে। সংলাপের পর দু'পক্ষ যৌথ বিবৃতি স্বাক্ষর করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, চীন ও ভারত মনে করে, চীন ও ভারতের অর্থনীতির ব্যাপক উন্নয়ন বিশ্ব অর্থনীতির ঝুঁকি প্রতিরোধের দক্ষতা বাড়ানোর জন্য সহায়ক হবে। দু'দেশ বিশ্বের অর্থনীতির স্থিতিশীল প্রবৃদ্ধি বজায় রাখার জন্য ইতিবাচক ভূমিকা পালন করবে। দু'পক্ষই ঋণ বাজারের উন্নয়ন ও অর্থ প্রবেশ পরিচালনাসহ নানা ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা জোরদার করতে আগ্রহী।
বিবৃতিতে দু'পক্ষ পুনরায় আর্থিক ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার ইচ্ছা প্রকাশ করেছে এবং আগামী বছরের শেষ দিকে বা ২০০৯ সালের প্রথমার্ধে ভারতে তৃতীয় চীন-ভারত অর্থনৈতিক সংলাপ আয়োজনের ব্যাপারে একমত হয়েছে।(ইয়ু কুয়াং ইউয়ে)
|