৪ ডিসেম্বর চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং বলেন, মার্কিন সহাকারী পররাষ্ট্রমন্ত্রী ও ছ'পক্ষীয় বৈঠকের মার্কিন প্রতিনিধি দলের প্রধান ক্রিস্টোফার হিল ৫ ডিসেম্বর পেইচিংয়ে আসবেন ।
তিনি বলেন, ক্রিস্টোফার হিল পেইচিংয়ে পৌঁছার পর চীনের সংশ্লিষ্ট কর্মকর্তা তাঁর সঙ্গে সাক্ষাত্ করবেন এবং ছ'পক্ষীয় বৈঠকসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন ।
৩ ডিসেম্বর ক্রিস্টোফার হিল পিয়ংইয়ং পৌঁছে উত্তর কোরিয়ায় তাঁর তিনদিন সফর শুরু করেছেন । উত্তর কোরিয়া সফরকালে ক্রিস্টোফার হিল বলেন, তিনি উত্তর কোরিয়ার পরমাণু অকেজোকরণের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করবেন এবং উত্তর কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী, ছ'পক্ষীয় বৈঠকের উত্তর কোরিয়া প্রতিনিধি কিম কিয়ে গুয়ানের সঙ্গে ছ'পক্ষীয় বৈঠকের যৌথ দলিলে নির্ধারিত বিভিন্ন পক্ষের দায়িত্ব নিয়ে আলোচনা করবেন ।
(ছাও ইয়ান হুয়া)
|