৩ ডিসেম্বর জাতিসংঘের মানবিক কার্যক্রম সমন্বয় অফিস বলেছে, বাংলাদেশে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি আগের অনুমানের চেয়ে অনেক গুরুতর ।
জাতিসংঘ সংশ্লিষ্ট সংস্থার সর্বশেষ রিপোর্ট থেকে জানা গেছে, এ পর্যন্ত কিছু দুর্গত এলাকার সঙ্গে বাইরের যোগাযোগ পুনরুদ্ধার করা গেছে।
মানবিক কার্যক্রম সমন্বয় অফিস বলেছে, এ পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশে ১৪ কোটি মার্কিন ডলার সহায়তা করেছে। তবে উদ্ধার কাজে আরো বেশি অর্থ প্রয়োজন।
অন্য আরেক খবর থেকে জানা গেছে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড.ফখরুদ্দিন আহমেদ ৩ ডিসেম্বর ঢাকায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বাংলাদেশে এক বিলিয়ন মার্কিন ডলার সহায়তার আহ্বান জানিয়েছেন, যাতে ঘূর্ণিঝড়ের পর পুনর্বাসনের কাজ সুষ্ঠুভাবে চালানো যায়।(লিলু)
|