৩ ডিসেম্বর জাতিসংঘ মহাসচিব বান কি মুন " আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস" উপলক্ষে এ বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রতিবন্ধীদের কর্মসংস্থানের ওপর গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয় , উন্নত দেশগুলোর প্রায় অর্ধেক প্রতিবন্ধী এবং উন্নয়নশীল দেশগুলোর অধিকাংশ প্রতিবন্ধীর কর্মসংস্থান হয়নি। তবে প্রতিবন্ধীরাও উত্পাদনশক্তির উন্নয়নে সক্ষম। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন এবং কর্মপরিবেশের অব্যাহত পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রতিবন্ধীরাও কর্মসংস্থানের বেশি সুযোগ পেতে পারে।বান কি মুন জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত প্রতিবন্ধীসহ সবার সমান অধিকার সুনিশ্চিত করা।--ওয়াং হাইমান
|