দু'দিনব্যাপী প্রথম এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জল ফোরাম ৩ ডিসেম্বর জাপানের উইতা প্রদেশের বেপু শহরে অনুষ্ঠিতহয়েছে।
এদিন জাপান, চীন এবং নেপালসহ মোট ৩৫টি দেশ ও অঞ্চলের সরকারী নেতা, শিল্প প্রতিষ্ঠানের প্রধান এবং গবেষকসহ ৩০০ জন প্রতিনিধি এবারের ফোরামে অংশ নেন। তারা গুরুত্বের সঙ্গে জলজ সম্পদ সুরক্ষা এবং দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতের সমস্যা নিয়ে আলোচনা করেন।
জাপানের যুবরাজ নারুহিতো এবং প্রধানমন্ত্রী ফুকুদা ইয়াসুও উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় পৃথক পৃথকভাবে নিজেদের অভিমত প্রকাশ করেন। নারুহিতো বলেন, অংশগ্রহণকারী প্রতিনিধিদের পানি সমস্যা নিয়ে গভীরভাবে আলোচনা করা উচিত। ফুকুদা ইয়াসুও বলেন, প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা এবং অর্থনৈতিক তত্পরতা চালানোর জন্য পানি হচ্ছে একটি অপরিহার্য সম্পদ। এবারের সম্মেলন সংশ্লিষ্ট আন্তর্জাতিক সহযোগিতা করার জন্য সুযোগ সৃষ্টি করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
একই সঙ্গে এবারের ফোরামে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন তার অভিনন্দন বার্তায় জলজ সম্পদ সংক্রান্ত সমস্যা সমাধানের গুরুত্ব জোর দিয়ে উল্লেখ করেন।--ওয়াং হাইমান
|